Bihar Election Result: ট্রেন্ডে ম্যাজিক ফিগার পেরোল NDA, তেজস্বীর পথে কাঁটা কংগ্রেস?
তেজস্বীর জোটকে কয়েক যোজন পিছনে ফেলে মসনদ দখলের অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল এনডিএ ৷ জোটসঙ্গীদের করুণ ফলাফলের ট্রেন্ড কী তাহলে পথের কাঁটা হয়ে দাঁড়াল তেজস্বীর? উঠতে শুরু করেছে ৷


বেলা গড়াতেই ধুকপুকুনি শুরু মহাজোট শিবিরে ৷ শুরুটা ভাল হলেও সময় পেরতেই তেজস্বীর তেজকে ম্লান করে তরতরিয়ে এগোতে শুরু করেছে এনডিএ ৷ তেজস্বীর দলকে কয়েক যোজন পিছনে ফেলে মসনদ দখলের অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল এনডিএ ৷ জোটসঙ্গীদের করুণ ফলাফলের ট্রেন্ড কী তাহলে পথের কাঁটা হয়ে দাঁড়াল তেজস্বীর? উঠতে শুরু করেছে ৷


গণনা শুরু হতেই দুই জোটে চলছিল কড়া টক্কর ৷ কিন্তু রাউন্ড এগোতেই তরতর করে এগোতে শুরু করে জেডিইউ, বিজেপি ৷ তাঁর তুলনায় আরজেডি এগিয়ে থাকলেও কংগ্রেস ও অন্যান্য জোটসঙ্গীদের ঝুলিতে সম্ভাব্য আসনের সংখ্যা কমতেই পিছিয়ে পড়ে মহাজোট ৷ বিজেপি ও জেডিইউ-এর সঙ্গে কড়া টক্কর দিলেও তেজস্বীকে চিন্তায় ফেলেছে বাকি জোট সঙ্গীরা ৷


২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে পেতে হবে ১২২টি আসন ৷ ইতিমধ্যেই ফলাফলের ট্রেন্ডে সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে এনডিএ জোট ৷ ফলে অশনি সঙ্কেত আরজেডি শিবিরে ৷ তেজস্বী নিজে ভাল ফল করলেও জোটসঙ্গীদের ব্যর্থতায় ঘুচে যেতে পারে তাঁর মুখ্যমন্ত্রীত্বের স্বপ্ন ৷ তাই আরজেডি-এর আসন সংখ্যার সঙ্গে সঙ্গে নজর এখন কংগ্রেস ও মহাজোট শরিক বামদলগুলিরও আসন সংখ্যায়৷


সমস্ত বুথ ফেরত সমীক্ষায় সামান্য হলেও এগিয়ে রাখা হয়েছিল তেজস্বীর মহাজোটকে ৷ কিন্ত ভোটের বর্তমান ট্রেন্ড ইঙ্গিত দিচ্ছে অন্য ফলের ৷ এর আগে ২০১৫ সালে বুথ সমীক্ষা মেলেনি। ফের আরও একবার কি উল্টে যাবে সমীক্ষার ফল? প্রমাণ গুনছে আরজেডি ৷ ব্র্যান্ড নীতীশ তেজস্বীর সামনে ধাক্কা খেলেও বিজেপি ফ্যাক্টরই পার করে দেবে এনডিএর বৈতরণী, নাকি কংগ্রেস ও বাকি জোটসঙ্গীদের ব্যর্থতা ঠান্ডা জল ঢেলে দেবে লালুপুত্র তেজস্বী যাদবের স্বপ্নে? কী রায় দিয়েছে জনতা, দিনের শেষেই হয়ে যাবে স্পষ্ট ৷