বর্ষবরণের রাত বলে কথা ৷ দেদার পার্টি ও হৈ হুল্লোড় হবে সেটাই তো স্বাভাবিক ৷ আর খানা-পিনা ছাড়া তো পার্টি চলে না ৷ সেই কথা মাথায় রেখেই বারতি একঘণ্টা মদের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ সাধারণ দিনে রাত ১২টা অবধি খোলা থাকে মদের দোকান বা ক্লাব-বার ৷ কিন্তু ৩১শে ডিসেম্বরের কথা মাথায় রেখেই এই এক্সট্রা ১ঘণ্টা মদের দোকান, বার বা ক্লাব খোলা রাখার কথা জানানো হয়েছে ৷ Photo Collected
একদিকে ক্রেতা অন্যদিকে বিক্রেতাদের কথা মাথায় রেখেই বর্ষবরণের রাতে এই সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গনা সরকার ৷ তেলেঙ্গানা আবগারি দফতরের মুখ্য সচিব সোমেশ কুমার জানিয়েছেন যে রাত ১ পর্যন্ত বার, ক্লাব বা কোন বিশেষ অনুষ্ঠানে এই নিয়ন কার্যকর হবে ৷ তবে যেখানে বর্ষবরণ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান হবে, সেখানে উদ্যোগতাদের আগে থেকেই অনুমতি নিয়ে নেওয়া বাঞ্ছনীয় ৷ Photo Collected
সাধারণত তেলেঙ্গানা প্রদেশে প্রতি শুক্রবার ও শনিবার রাত ১ পর্যন্ত পাব বা বার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু ৩১শে ডিসেম্বর সোমবার হওয়া সত্ত্বেও রাত ১ পর্যন্ত বার-ক্লাব-মদের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি সরকারি নজরদারিও বাড়ানো হচ্ছে ৩১শের রাতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷ Photo Collected