Bareilly News: সুন্দরী বৌদিকে নিয়ে হোটেল বুক করত দেওর! সঙ্গে নিয়ে যেত এমন এক জিনিস! খবর পেতেই টেনে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ

Last Updated:
Bareilly News: ওই মহিলা চার মাস আগেও মঝগাঁও গ্রামেরই আরেক পাচারকারীর সঙ্গে পঞ্জাবে ধরা পড়েছিলেন বলে খবর।
1/6
উত্তর প্রদেশের বরেলি জেলায় একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। সেখানে আফিমের পাচারের মামলায় পুলিশ একজন মহিলা এবং একজন যুবককে গ্রেফতার করেছে, যারা সম্পর্কে দেওর-বৌদি। দুজনের কাছ থেকে পুলিশ ৮০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।
উত্তর প্রদেশের বরেলি জেলায় একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। সেখানে আফিমের পাচারের মামলায় পুলিশ একজন মহিলা এবং একজন যুবককে গ্রেফতার করেছে, যারা সম্পর্কে দেওর-বৌদি। দুজনের কাছ থেকে পুলিশ ৮০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।
advertisement
2/6
অভিযুক্ত মহিলা তার কাপড়ের ভিতরে লুকিয়ে আফিম পাচার করত বলে অভিযোগ। দুজনেই হোটেল ও মলে নির্দিষ্ট গ্রাহকদের কাছে আফিম বিক্রি করত। নিজের সৌন্দর্যকে হাতিয়ার করে ওই মহিলা অবৈধ কাজ করত। উদ্ধারকৃত আফিমের মূল্য প্রায় আট লাখ টাকা বলে সূত্রের খবর।
অভিযুক্ত মহিলা তার কাপড়ের ভিতরে লুকিয়ে আফিম পাচার করত বলে অভিযোগ। দুজনেই হোটেল ও মলে নির্দিষ্ট গ্রাহকদের কাছে আফিম বিক্রি করত। নিজের সৌন্দর্যকে হাতিয়ার করে ওই মহিলা অবৈধ কাজ করত। উদ্ধারকৃত আফিমের মূল্য প্রায় আট লাখ টাকা বলে সূত্রের খবর।
advertisement
3/6
অভিযুক্ত যুবকের বয়স ২০ বছর এবং মহিলার বয়স ২৬ বছর। দেওর-বৌদি দুজনেই বিশেষ করে এই সময় সক্রিয় হতেন। বিশারতগঞ্জ থানার পুলিশ গাড়ি চেকিংয়ের সময় ওই দুজনকে ধরে ফেলে।
অভিযুক্ত যুবকের বয়স ২০ বছর এবং মহিলার বয়স ২৬ বছর। দেওর-বৌদি দুজনেই বিশেষ করে এই সময় সক্রিয় হতেন। বিশারতগঞ্জ থানার পুলিশ গাড়ি চেকিংয়ের সময় ওই দুজনকে ধরে ফেলে।
advertisement
4/6
থানার ইনচার্জ সতীশ কুমার জানিয়েছেন, গাড়ির নাকা চেকিংয়ের সময় গোপন সূত্রে খবর পেয়ে অত্রছেড়ি গ্রামে যাওয়ার পথে রেলওয়ে ক্রসিংয়ের কাছে মহিলা এবং যুবককে আটক করে তাদের তল্লাশি করে। তখনই তাদের কাছ থেকে আফিম উদ্ধার হয়।
থানার ইনচার্জ সতীশ কুমার জানিয়েছেন, গাড়ির নাকা চেকিংয়ের সময় গোপন সূত্রে খবর পেয়ে অত্রছেড়ি গ্রামে যাওয়ার পথে রেলওয়ে ক্রসিংয়ের কাছে মহিলা এবং যুবককে আটক করে তাদের তল্লাশি করে। তখনই তাদের কাছ থেকে আফিম উদ্ধার হয়।
advertisement
5/6
ওই মহিলা চার মাস আগে মঝগাঁও গ্রামেরই আরেক পাচারকারীর সঙ্গে পঞ্জাবে ধরা পড়েছিলেন বলে খবর। মহিলা আফিম পৌঁছানোর কাজ করতেন।
ওই মহিলা চার মাস আগে মঝগাঁও গ্রামেরই আরেক পাচারকারীর সঙ্গে পঞ্জাবে ধরা পড়েছিলেন বলে খবর। মহিলা আফিম পৌঁছানোর কাজ করতেন।
advertisement
6/6
উল্লেখ্য, বিশারতগঞ্জ থানার মঝগাঁও গ্রাম মাদকদ্রব্য পাচারের মামলায় গত কিছু বছর ধরে শিরোনামে রয়েছে। এই গ্রাম থেকে দেশের বিভিন্ন রাজ্যে মাদকদ্রব্য পাচার করা হয়। দিল্লি, পঞ্জাব, উত্তরাখণ্ডের জেলাগুলিতে এখানকার অনেক লোক পাচারের মামলায় বন্দী রয়েছে। জানা যায়, এখানে দিয়ে দিল্লি, হিমাচল, পঞ্জাব রুটের বাসগুলির মাধ্যমে মাদক পাচার করা হয়।
উল্লেখ্য, বিশারতগঞ্জ থানার মঝগাঁও গ্রাম মাদকদ্রব্য পাচারের মামলায় গত কিছু বছর ধরে শিরোনামে রয়েছে। এই গ্রাম থেকে দেশের বিভিন্ন রাজ্যে মাদকদ্রব্য পাচার করা হয়। দিল্লি, পঞ্জাব, উত্তরাখণ্ডের জেলাগুলিতে এখানকার অনেক লোক পাচারের মামলায় বন্দী রয়েছে। জানা যায়, এখানে দিয়ে দিল্লি, হিমাচল, পঞ্জাব রুটের বাসগুলির মাধ্যমে মাদক পাচার করা হয়।
advertisement
advertisement
advertisement