Bareilly News: সুন্দরী বৌদিকে নিয়ে হোটেল বুক করত দেওর! সঙ্গে নিয়ে যেত এমন এক জিনিস! খবর পেতেই টেনে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bareilly News: ওই মহিলা চার মাস আগেও মঝগাঁও গ্রামেরই আরেক পাচারকারীর সঙ্গে পঞ্জাবে ধরা পড়েছিলেন বলে খবর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উল্লেখ্য, বিশারতগঞ্জ থানার মঝগাঁও গ্রাম মাদকদ্রব্য পাচারের মামলায় গত কিছু বছর ধরে শিরোনামে রয়েছে। এই গ্রাম থেকে দেশের বিভিন্ন রাজ্যে মাদকদ্রব্য পাচার করা হয়। দিল্লি, পঞ্জাব, উত্তরাখণ্ডের জেলাগুলিতে এখানকার অনেক লোক পাচারের মামলায় বন্দী রয়েছে। জানা যায়, এখানে দিয়ে দিল্লি, হিমাচল, পঞ্জাব রুটের বাসগুলির মাধ্যমে মাদক পাচার করা হয়।