Bank Holiday: ৩০ দিনের এপ্রিল মাসে ১৫ দিনই ছুটি ব্যাঙ্কে! কলকাতায় কবে কবে? কাজ সারতে জেনে রাখুন তালিকা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মার্চ মাসেই চলতি আর্থিক বছরের শেষ৷ ১ এপ্রিল থেকে শুরু হবে নতুন যুদ্ধ ৷ এছাড়াও, আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ৩০ দিনের এপ্রিল মাসে ১৫ দিনই থাকবে ছুটি৷ কবে কবে থাকবে ছুটি, জেনে নিন৷
advertisement
এপ্রিল মাসে যদি ব্যাঙ্কে চেক জমা দেওয়া, টাকা তোলা, পাসবুক বা চেক বই নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আপনার ব্যাঙ্কের ছুটি তালিকা দেখেই বাড়ি থেকে বের হোন৷ তবে, ব্যাঙ্কের ছুটির দিনগুলিতে মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিংয়ের মতো অনলাইন সুবিধার মাধ্যমে আপনার কাজ চালাতে পারেন। এছাড়া, এটিএম তো রয়েছেই৷
advertisement
এপ্রিল ১, ২০২৩: ব্যাঙ্কগুলির বার্ষিক ক্লোজিং হবে৷ আইজল, শিলং, সিমলা এবং চণ্ডীগড় বাদে সারা দেশের ব্যাঙ্কগুলি সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। ২ এপ্রিল, রবিবার৷ ৪ এপ্রিল, ২০২৩: মহাবীর জয়ন্তীর জন্য কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ৫ এপ্রিল, ২০২৩: বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী। হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৭ এপ্রিল ২০২৩: গুড ফ্রাইডের কারণে, আগরতলা, আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, জম্মু, সিমলা এবং শ্রীনগর ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
advertisement
advertisement
advertisement
১৬ এপ্রিল রবিবার৷ ১৮ এপ্রিল, ২০২৩: শব-ই-কদরের কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ এপ্রিল, ২০২৩: ঈদ-উল-ফিতরের কারণে আগরতলা, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২২ এপ্রিল, ২০২৩: ঈদের কারণে এবং মাসের প্রথম শনিবার, অনেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ এপ্রিল, ২০২৩: রবিবার ব্যাঙ্ক ছুটি৷ ৩০ এপ্রিল, ২০২৩: রবিবার৷