সুখবর! এই ব্যাঙ্কের লোন হল আরও সস্তা, অনেকটাই কম হল EMI

Last Updated:
1/4
 সম্প্রতি সরকারি থেকে বেসরকারি হয়েছে IDBI ব্যাঙ্ক ৷ এবার গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল এই ব্যাঙ্ক ৷ ১২ জুন থেকে মার্জিনাল কস্ট অফ লেন্ডিং ০.৫ শতাংশ থেকে ০.১০ শতাংশ করা হয়েছে ৷ খুব শীঘ্রই তা লাগু করা হবে ৷ MCLR কমার জেরে সাধারণ মানুষের সবচেয়ে বড় সুবিধা হল তাদের বর্তমান লোন আরও সস্তা হয়ে যাবে ৷ এবং আগের তুলনায় অনেক কম EMI দিতে হবে ৷ ৬ জুন RBI রেপো রেট ০.২৫ শতাংশ কমানো হয় ৷ এরপর থেকে ব্যাঙ্কগুলির তরফ থেকে সুদের হার কমানো শুরু হয় ৷
সম্প্রতি সরকারি থেকে বেসরকারি হয়েছে IDBI ব্যাঙ্ক ৷ এবার গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল এই ব্যাঙ্ক ৷ ১২ জুন থেকে মার্জিনাল কস্ট অফ লেন্ডিং ০.৫ শতাংশ থেকে ০.১০ শতাংশ করা হয়েছে ৷ খুব শীঘ্রই তা লাগু করা হবে ৷ MCLR কমার জেরে সাধারণ মানুষের সবচেয়ে বড় সুবিধা হল তাদের বর্তমান লোন আরও সস্তা হয়ে যাবে ৷ এবং আগের তুলনায় অনেক কম EMI দিতে হবে ৷ ৬ জুন RBI রেপো রেট ০.২৫ শতাংশ কমানো হয় ৷ এরপর থেকে ব্যাঙ্কগুলির তরফ থেকে সুদের হার কমানো শুরু হয় ৷
advertisement
2/4
রেপো রেট কমানোর পর ১ থেকে ৬ মে এর মধ্যে লোনে সুদের হার কমানো হয় ০.১০ শতাংশ কমিয়ে করা হয় ৭.৯০ শতাংশ, ৮.১৫ শতাংশ,ও ৮.৬০ শতাংশ ক্রমশ ৷ এর জেরে গত একবছরে লোনে সুদের হার কমে ৮.৯৫ শতাংশ করা হয়েছে ৷
রেপো রেট কমানোর পর ১ থেকে ৬ মে এর মধ্যে লোনে সুদের হার কমানো হয় ০.১০ শতাংশ কমিয়ে করা হয় ৭.৯০ শতাংশ, ৮.১৫ শতাংশ,ও ৮.৬০ শতাংশ ক্রমশ ৷ এর জেরে গত একবছরে লোনে সুদের হার কমে ৮.৯৫ শতাংশ করা হয়েছে ৷
advertisement
3/4
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৬ শতাংশ থেকে কমিয়ে ৫.৭৫ শতাংশ করা হয় ৷ এর পরই ব্যাঙ্কে সুদের হার কমানো শুরু হয় ৷
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৬ শতাংশ থেকে কমিয়ে ৫.৭৫ শতাংশ করা হয় ৷ এর পরই ব্যাঙ্কে সুদের হার কমানো শুরু হয় ৷
advertisement
4/4
MCLR এর উপর নির্ভর করে লোনের সুদের হার চুড়ান্ত করা হয় ৷ MCLR বাড়লে সুদের হারও বেড়ে যায় ৷
MCLR এর উপর নির্ভর করে লোনের সুদের হার চুড়ান্ত করা হয় ৷ MCLR বাড়লে সুদের হারও বেড়ে যায় ৷
advertisement
advertisement
advertisement