করোনাভাইরাস (Coronavirus) ভয়াবহ আকার ধারণ করেছে প্রতিবেশী বাংলাদেশে (Bangladesh)। আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ (Coronavirus Second Wave)। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেল্টা স্ট্রেন। এহেন সংকট কালে ঢাকার পাশে দাঁড়িয়েছে ভারত। বৃহস্পতিবার দু’টি অক্সিজেন প্লান্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছয় ভারতীয় নৌসেনার জাহাজ ‘আইএনএস সাবিত্রী’।
"আমরা ঘনিষ্ট সহযোগী হিসেবে কাজ করছি। আজ ২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আইএসএস সাবিত্রী।" বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাই স্বামী তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এমনটাই লেখেন। পাশাপাশি তিনি লিখেছেন, "করোনা (Coronavirus)বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের (Bangladesh)জনগণের জন্য দু’টি অক্সিজেন প্লান্ট পাঠিয়েছে ভারতের জনগণ”। উল্লেখ্য, গত সোমবারই বিশাখাপত্তনম সমুদ্রতট থেকে দু’টি ‘মেডিক্যাল অক্সিজেন প্লান্ট’ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় আইএনএস সাবিত্রী।