PV Sindhu News: এবার নির্বাচনে লড়বেন অলিম্পিক্সে পদকজয়ী পিভি সিন্ধু! কোন পদ পেতে মাঠে নামছেন?

Last Updated:
Pv Sindhu: ১৭ ডিসেম্বর নির্বাচনে লড়বেন অলিম্পিক্সে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।
1/6
অলিম্পিক্সে দুবারের পদকজয়ী পিভি সিন্ধু এবার নির্বাচনে লড়বেন। শুনে একটু অবাক হলেন বোধ হয়! না সিন্ধু রাজনীতির ময়দানে নামেননি। তবে ক্রীড়াক্ষেত্রে প্রশাসনিক কাজকর্ম সামলাতে বড় দায়িত্ব পেতে পারেন সিন্ধু।
অলিম্পিক্সে দুবারের পদকজয়ী পিভি সিন্ধু এবার নির্বাচনে লড়বেন। শুনে একটু অবাক হলেন বোধ হয়! না সিন্ধু রাজনীতির ময়দানে নামেননি। তবে ক্রীড়াক্ষেত্রে প্রশাসনিক কাজকর্ম সামলাতে বড় দায়িত্ব পেতে পারেন সিন্ধু।
advertisement
2/6
বিডব্লিউএফ অ্যাথলিটস ফেডারেশন (BWF Athletes Commission)-এর নির্বাচনে দাঁড়াবেন সিন্ধু। তিনি এখন বালিতে ইন্দোনেশিয়া ওপেন সুপার খেলছেন।
বিডব্লিউএফ অ্যাথলিটস ফেডারেশন (BWF Athletes Commission)-এর নির্বাচনে দাঁড়াবেন সিন্ধু। তিনি এখন বালিতে ইন্দোনেশিয়া ওপেন সুপার খেলছেন।
advertisement
3/6
ছটি পদের জন্য ৯ জন অ্যাথলিটকে মনোনিত করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন সিন্ধু। ১৭ ডিসেম্বর স্পেনে হবে এই নির্বাচন।
ছটি পদের জন্য ৯ জন অ্যাথলিটকে মনোনিত করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন সিন্ধু। ১৭ ডিসেম্বর স্পেনে হবে এই নির্বাচন।
advertisement
4/6
এর আগে ২০১৭ সালেও নির্বাচনে মনোনিত হয়েছিলেন সিন্ধু। অলিম্পিক্সে দুবার পদকজয়ী একমাত্র ভারতীয় অ্যাথলিট তিনি।
এর আগে ২০১৭ সালেও নির্বাচনে মনোনিত হয়েছিলেন সিন্ধু। অলিম্পিক্সে দুবার পদকজয়ী একমাত্র ভারতীয় অ্যাথলিট তিনি।
advertisement
5/6
পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন সিন্ধু। হায়দরাবাদের এই শাটলার ২০২০ অলিম্পিক্সে পদক জিতেছিলেন। এর আগে ২০১৬ সালেও পদক জিতেছিলেন তিনি।
পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন সিন্ধু। হায়দরাবাদের এই শাটলার ২০২০ অলিম্পিক্সে পদক জিতেছিলেন। এর আগে ২০১৬ সালেও পদক জিতেছিলেন তিনি।
advertisement
6/6
২০১৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন পিভি সিন্ধু। এবার তিনি প্রশাসক হিসেবেও দায়িত্ব পেতে পারেন।
২০১৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন পিভি সিন্ধু। এবার তিনি প্রশাসক হিসেবেও দায়িত্ব পেতে পারেন।
advertisement
advertisement
advertisement