৩৭ তম জন্মদিনেই তামিল সিনেমার নায়ক বিষ্ণু বিশালের সঙ্গে বাগদান সেরে নিলেন ব্যাডমিন্টন তারকা জ্বলা গুট্টা৷ ট্যুইটারেই এই ঘোষণা করেন বিষ্ণু৷ জ্বলার জন্মদিনে মধ্যরাতে এই চমক দেন বিষ্ণু৷
advertisement
2/6
৩৭ তম জন্মদিনেই তামিল সিনেমার নায়ক বিষ্ণু বিশালের সঙ্গে বাগদান সেরে নিলেন ব্যাডমিন্টন তারকা জ্বলা গুট্টা৷ ট্যুইটারেই এই ঘোষণা করেন বিষ্ণু৷ জ্বলার জন্মদিনে মধ্যরাতে এই চমক দেন বিষ্ণু৷
advertisement
3/6
২ বছর ধরে জ্বলা এবং বিষ্ণুর সম্পর্ক রয়েছে বলে আগেই জানা গিয়েছিল৷ চলতি বছরেই বিষ্ণুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নেন জ্বলা৷ এ বছরই বিয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি৷
advertisement
4/6
ট্যুইটারে বিষ্ণু লেখেন, 'শুভ জন্মদিন জ্বলা! নতুন জীবন শুরু হতে চলেছে, আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর করতে, আরইয়ানের জন্য, আমাদের পরিবার, বন্ধু আর চারপাশে থাকা সবার জন্য আমরা ইতিবাচক থাকার চেষ্টা করি৷'
advertisement
5/6
জবাবে জ্বলা ট্যুইটারে লেখেন, 'গতকাল রাতে দুর্দান্ত একটা চমক অপেক্ষা করছিল৷ আজকে আমি বুঝতে পারছি আমার জীবনের সফরটা কত সুন্দর ছিল আর ভবিষ্যতেও আরও কত কিছু করার আছে৷ আমি নিশ্চিত, আমাদের পরিবার, আরইয়ান, বন্ধু, কাজ নিয়ে আরও একটা দুর্দান্ত যাত্রা হতে চলেছে এটা৷
advertisement
6/6
জবাবে জ্বলা ট্যুইটারে লেখেন, 'গতকাল রাতে দুর্দান্ত একটা চমক অপেক্ষা করছিল৷ আজকে আমি বুঝতে পারছি আমার জীবনের সফরটা কত সুন্দর ছিল আর ভবিষ্যতেও আরও কত কিছু করার আছে৷ আমি নিশ্চিত, আমাদের পরিবার, আরইয়ান, বন্ধু, কাজ নিয়ে আরও একটা দুর্দান্ত যাত্রা হতে চলেছে এটা৷