#PulwamaAttack : সবে শুরু হয়েছিল স্বপ্ন দেখা, পরিবারের আশা ও আকাঙ্খা বাবলু আজ আর নেই, ভাবলেই কেঁদে ওঠে মন

Last Updated:
1/5
পুলওয়ামায় সন্ত্রাসবাদে নিহত ৪২ জন ভারতীয় সেনর জওয়ান তাঁদের মধ্যে অন্যতম বাংলার বাবলু সাঁতরা ও প্রদীপ বিশ্বাস ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
পুলওয়ামায় সন্ত্রাসবাদে নিহত ৪২ জন ভারতীয় সেনর জওয়ান তাঁদের মধ্যে অন্যতম বাংলার বাবলু সাঁতরা ও প্রদীপ বিশ্বাস ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
2/5
বাবলু নাকি বন্ধুদের বলেছিলেন ফিরে এসে ঘর রং করবেন তবে তিনি ফিরে আসছেন ঠিকই তবে সেই ফেরা এক্কেবারে ফেরা, এক্কেবারে ছুটিতে ফিরে আসা ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
বাবলু নাকি বন্ধুদের বলেছিলেন ফিরে এসে ঘর রং করবেন তবে তিনি ফিরে আসছেন ঠিকই তবে সেই ফেরা এক্কেবারে ফেরা, এক্কেবারে ছুটিতে ফিরে আসা ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
3/5
ছোট্ট মেয়ের সব সময়েই বাবাকে কাছে পাওয়ার জন্য আকুল হয়ে থাকত কখন বাবা ফিরে আসবে ? কখন বাবাকে ফিরে পাবে বাবা ফিরে আসছে ঠিকই তবে এই ফিরে আসার কথা ছোট্ট মেয়েটি স্বপ্নেও ভাবতে পারেনি ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
ছোট্ট মেয়ের সব সময়েই বাবাকে কাছে পাওয়ার জন্য আকুল হয়ে থাকত কখন বাবা ফিরে আসবে ? কখন বাবাকে ফিরে পাবে বাবা ফিরে আসছে ঠিকই তবে এই ফিরে আসার কথা ছোট্ট মেয়েটি স্বপ্নেও ভাবতে পারেনি ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
4/5
পরিবারের আশা ও আকাঙ্খা একমাত্র তিনিই ৷ তাঁর প্রয়াণে কেঁদে কেঁদে একাকার মা থেকে বউ ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
পরিবারের আশা ও আকাঙ্খা একমাত্র তিনিই ৷ তাঁর প্রয়াণে কেঁদে কেঁদে একাকার মা থেকে বউ ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
5/5
কান্নায়, হাহাকারে বাবলুর পরিবার আজ যেন সর্বহারা স্বপ্ন দেখানো দুটি চোখ যেন এক্কেবারে স্বপ্নমগ্ন হয়েছে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
কান্নায়, হাহাকারে বাবলুর পরিবার আজ যেন সর্বহারা স্বপ্ন দেখানো দুটি চোখ যেন এক্কেবারে স্বপ্নমগ্ন হয়েছে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
advertisement
advertisement