Ayodhya Ram Mandir: রামলালার মূর্তির 'প্রাণপ্রতিষ্ঠা'র পর 'রামজ্যোতি' প্রজ্বলন করলেন প্রধানমন্ত্রী! রইল ফটো

Last Updated:
Ayodhya Ram Mandir: প্রধানমন্ত্রী সোমবার সন্ধ্যায় অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের পর 'রামজ্যোতি' প্রজ্বলন করলেন।
1/8
দীর্ঘ ৭০ বছরের অপেক্ষা শেষে, সেই বহু প্রতীক্ষিত ক্ষণের সাক্ষী হলেন নরেন্দ্র মোদি৷ নব নির্মীয়মাণ মন্দিরে মহাসমারোহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হল রামলালার৷
দীর্ঘ ৭০ বছরের অপেক্ষা শেষে, সেই বহু প্রতীক্ষিত ক্ষণের সাক্ষী হলেন নরেন্দ্র মোদি৷ নব নির্মীয়মাণ মন্দিরে মহাসমারোহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হল রামলালার৷
advertisement
2/8
প্রধানমন্ত্রী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠার দিন গোটা দেশে ঘরে ঘরে রামজ্যোতি জ্বালানোর অনুরোধ করে ছিলেন।
প্রধানমন্ত্রী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠার দিন গোটা দেশে ঘরে ঘরে রামজ্যোতি জ্বালানোর অনুরোধ করে ছিলেন।
advertisement
3/8
এই মতো তিনিও সোমবার সন্ধ্যায় অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের পর 'রামজ্যোতি' প্রজ্বলন করলেন।
এই মতো তিনিও সোমবার সন্ধ্যায় অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের পর 'রামজ্যোতি' প্রজ্বলন করলেন।
advertisement
4/8
দিল্লিতে তাঁর বাসভবনেই তিনি 'রামজ্যোতি' প্রজ্বলন করেছেন।
দিল্লিতে তাঁর বাসভবনেই তিনি 'রামজ্যোতি' প্রজ্বলন করেছেন।
advertisement
5/8
প্রদীপের আলোয় সেজে উঠেছে অযোধ্যার সরযূ নদীর পাড়। শুধু সরযূ নদীর পাড় নয়, গোটা অযোধ্যা জুড়ে নদীর ঘাট গুলোকে এইভাবেই প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয়েছে।
প্রদীপের আলোয় সেজে উঠেছে অযোধ্যার সরযূ নদীর পাড়। শুধু সরযূ নদীর পাড় নয়, গোটা অযোধ্যা জুড়ে নদীর ঘাট গুলোকে এইভাবেই প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয়েছে।
advertisement
6/8
আজ সকালে রামলালার মূর্তিতে সোনার কাঠি দিয়ে অঞ্জন পরিয়ে৷ দর্পণ দর্শন করিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন মোদি৷
আজ সকালে রামলালার মূর্তিতে সোনার কাঠি দিয়ে অঞ্জন পরিয়ে৷ দর্পণ দর্শন করিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন মোদি৷
advertisement
7/8
এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত ১৬ জানুয়ারি থেকে কঠোর সংযম পালন করছিলেন মোদি৷ ঘুমোচ্ছিলেন মটিতে, খাচ্ছিলেন নারিকেলের জল৷ গত কয়েকদিন ধরে দেশের নানা প্রান্তের মন্দিরে পুজো দিয়েছেন তিনি।
এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত ১৬ জানুয়ারি থেকে কঠোর সংযম পালন করছিলেন মোদি৷ ঘুমোচ্ছিলেন মটিতে, খাচ্ছিলেন নারিকেলের জল৷ গত কয়েকদিন ধরে দেশের নানা প্রান্তের মন্দিরে পুজো দিয়েছেন তিনি।
advertisement
8/8
রামমন্দির উদ্বোধনের আগে ১১ দিনের ‘কঠিন ব্রত’ পালন করার কথা জানিয়েছিলেন মোদি। সোমবার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হওয়ার পর পণ্ডিতের হাতে থাকা চরণামৃত খেয়ে ব্রত ভাঙেন তিনি। ছবি-পিটিআই
রামমন্দির উদ্বোধনের আগে ১১ দিনের ‘কঠিন ব্রত’ পালন করার কথা জানিয়েছিলেন মোদি। সোমবার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হওয়ার পর পণ্ডিতের হাতে থাকা চরণামৃত খেয়ে ব্রত ভাঙেন তিনি। ছবি-পিটিআই
advertisement
advertisement
advertisement