অসামে বন্যায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে রাজ্যে বন্যা ও ভূমিধসের সমস্যা শুরু হয়েছে। সরকার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখনও পর্যন্ত ১৪ জন প্রাণ হারিয়েছেন। লোকজনকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
2/5
যমুনামুখ জেলার দুটি গ্রামের প্রায় ৫০০ পরিবার রেললাইনের ধারে রাত কাটাতে বাধ্য হয়েছে। ওটাই এলাকার সব থেকে উঁচু জায়গা। ওই এলাকার রেললাইনে এখনও বন্যার জল দাঁড়ায়নি।
advertisement
3/5
চাংজুরাই এবং পটিয়া পাথর গ্রামের বাসিন্দারা এবারের বন্যায় প্রায় সব কিছু হারিয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রেলওয়ে ট্র্যাকের পাশের লোকজন গত কয়েকদিন ধরে প্লাস্টিকের তাঁবু তৈরি করে বসবাস করছেন।
advertisement
4/5
গ্রামবাসীদের দাবি, গত পাঁচ দিনে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছ থেকে তারা খুব একটা সাহায্য পাননি। অসামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অবিরাম বর্ষণে ২৯টি জেলার ২৫৮৫টি গ্রামের ৮ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
advertisement
5/5
অসমের ২৯টি জেলায় প্রায় ৭.১২ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছে। নগাঁওতে ৩.৩৬ লাখেরও বেশি মানুষ, কাছাড়ে ১.৬৬ লাখ মানুষ, হোজাইতে ১.১১ লাখ এবং দারংয়ে ৫২,৭০৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্য সরকার জানিয়েছে, মোট ৮০, ০৩৬ হেক্টর ফসলি জমি এবং ২২৫১টি গ্রাম এখনও জলের তলায় রয়েছে।