*অসমের বাসুদেব নগরের পরিস্থিতি ভয়াবহ। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে প্রচণ্ড খিদের জ্বালায় দিন কাটাতে হচ্ছে এলাকার প্রায় ৪০০ বাসিন্দাকে।শুধু বিস্কুট খেয়ে রয়েছেন অনেকেই। স্থানীয় কোনও কোনও এনজিও খাবার দিয়ে সামান্য সাহায্য করলেও, তা পর্যাপ্ত নয়। ফলে পরিস্থিতি কিছুটা হলেও ভাল হওয়ার আশায় সকলেই।