কত টাকা পেনশন পাবেন অরবিন্দ কেজরিওয়াল? জেনে নিন গাড়ি, বাড়ি-সহ কী কী সুবিধা পেতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Delhi Ex Cm Salary and Pension: সদ্য সম্পন্ন হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে পরাস্ত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে তাঁর দল আম আদমি পার্টি (আপ)-ও ক্ষমতা খুইয়েছে। এবার প্রশ্ন উঠছে যে, ক্ষমতা থেকে সরে যাওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল কত টাকা পেনশন হিসেবে পাবেন?
রাজধানী নয়াদিল্লিতে নতুন সরকার গঠন এবং নতুন সরকারের শপথ গ্রহণ নিয়ে প্রায় সমস্ত প্রস্তুতিই সারা। চারিদিকে যেন সাজো সাজো রব। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে কোনও রকম অফিসিয়াল ঘোষণা করা হয়নি বিজেপি-র তরফে। সদ্য সম্পন্ন হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে পরাস্ত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে তাঁর দল আম আদমি পার্টি (আপ)-ও ক্ষমতা খুইয়েছে। এবার প্রশ্ন উঠছে যে, ক্ষমতা থেকে সরে যাওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল কত টাকা পেনশন হিসেবে পাবেন?
advertisement
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন পেতেন। আর অন্যান্য অ্যালাওয়েন্স-সহ তিনি সব মিলিয়ে পেতেন ১.২৫ লক্ষ টাকা। যদিও এখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে আর কোনও বেতন পাবেন না অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সরকারি জায়গায় থাকার জন্য অনুরোধ শুধু করতে পারেন। তবে প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশন পেতে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল।
advertisement
দিল্লিতে একজন প্রাক্তন বিধায়ক কত টাকা করে পেনশন পেয়ে থাকেন? বছর দু’য়েক আগে দিল্লির মুখ্যমন্ত্রী, বিধায়ক এবং প্রাক্তন বিধায়কদের বেতনের পরিমাণে পরিবর্তন এসেছে। যা কার্যকর হয়েছে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে। দিল্লি বিধানসভার ওয়েবসাইটে দেওয়া রয়েছে দিল্লির মন্ত্রী, স্পিকার এবং বিধায়কদের পাওয়া বেতন, অ্যালাওয়েন্স, পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে। সেই তথ্য থেকে জানা যাচ্ছে যে, দিল্লির একজন প্রাক্তন বিধায়ক প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন পেয়ে থাকেন। যদি কোনও বিধায়ক একবারের বেশি জয়ী হন, তাহলে তাঁর পেনশন প্রতি মাসে এক হাজার টাকা করে বৃদ্ধি পায়।
advertisement
এই সমস্ত সুযোগ-সুবিধাগুলি পাবেন কেজরিওয়াল: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী একাধিক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি অ্যাকোমোডেশন বা সরকারি বাসস্থান পাবেন কেজরিওয়াল। সেই সঙ্গে তিনি পাবেন সরকারি গাড়ি এবং সরকারি চালকও। এর পাশাপাশি টেলিফোন এবং ইন্টারনেট সুবিধা থেকে শুরু করে তিনি ট্রাভেল অ্যালাওয়েন্স পেয়ে থাকেন। এখানেই শেষ নয়, কেজরিওয়াল এবং তাঁর পরিবার একাধিক ফ্রি মেডিক্যাল ফেসিলিটি বা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।
advertisement