হোম » ছবি » দেশ » ১৮ বছর হলে শুরুতেই ৩৫,০০০ টাকার চাকরির সুযোগ, জানুন বিস্তারিত
১৮ বছর হলে শুরুতেই ৩৫,০০০ টাকার চাকরির সুযোগ, জানুন বিস্তারিত
Bangla Editor
1/ 5
•• ফের চাকরির সুযোগ ৷ অন্ধ্র প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন খুব শীঘ্রই হর্টিকালচার অফিসার নিয়োগের জন্য অনলাইন আেদন জমা নিতে শুরু করবে বলে জানা গিয়েছে৷ ১৪ ডিসেম্বরই এই আবেদনপত্রের প্রোফর্মা অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে৷ ছবি: পিক্সঅ্যাবে ৷
2/ 5
•• এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৩৯৷ এবং মাসিক বেতন ৩৫,১২০-৮৭,১৩০ টাকা ৷ ছবি: পিক্সঅ্যাবে ৷
3/ 5
•• তবে আবেদনকারীর অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচারে ডিগ্রী থাকতে হবে৷ তবে হর্টিকালচার ডিগ্রীর কাওকে না পাওয়া গেলে এগ্রিকালচারে এম.এসসি এবং হর্টিকালচার স্পেশালাইজেশন থাকলে, সেই প্রার্থীকেও গণ্য করা হবে৷ ছবি: পিক্সঅ্যাবে ৷
4/ 5
•• ২০১৯-এর ২ জানুয়ারির মধ্যরাত্রি পর্যন্ত চাকর প্রার্থীরা ফিস জমা দিতে পারবেন৷ এবং আবেদন পত্র ৩ জানুয়ারি পর্যন্ত জমা দিতে পারবেন৷ ছবি: পিক্সঅ্যাবে ৷
5/ 5
•• ১৮ থেকে ৪২ বছর বয়সের মধ্যে থাকলে তবেই আবেদন করা যাবে৷ কমিশনের ওয়েবসাইটে (www.psc.ap.gov.in) ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশনে উপযুক্ত তথ্য দিতে হবে প্রার্থীদের ৷ ছবি: পিক্সঅ্যাবে ৷