Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের খণ্ড মুহূর্ত, দেখে নিন আনন্দ উচ্ছ্বাসের রঙিন ছবি

Last Updated:
Anant Ambani-Radhika Merchant Wedding: খণ্ড খণ্ড মুহূর্ত। আনন্দ উচ্ছ্বাসের রঙিন ছবি। তারকা অতিথিদের সমাগম থেকে মুকেশ আম্বানি-নীতা আম্বানির হাসি। কখনও আবেগে চোখে জল।
1/26
খণ্ড খণ্ড মুহূর্ত। আনন্দ উচ্ছ্বাসের রঙিন ছবি। তারকা অতিথিদের সমাগম থেকে মুকেশ আম্বানি-নীতা আম্বানির হাসি। কখনও আবেগে চোখে জল। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের কোলাজ ধরা পড়ল সেই সব ছবিতে। সেগুলোই সাজিয়ে দেওয়া হল এই প্রতিবেদনে।
খণ্ড খণ্ড মুহূর্ত। আনন্দ উচ্ছ্বাসের রঙিন ছবি। তারকা অতিথিদের সমাগম থেকে মুকেশ আম্বানি-নীতা আম্বানির হাসি। কখনও আবেগে চোখে জল। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের কোলাজ ধরা পড়ল সেই সব ছবিতে। সেগুলোই সাজিয়ে দেওয়া হল এই প্রতিবেদনে।
advertisement
2/26
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে…। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের ‘হস্তাক্ষর’ অনুষ্ঠান। আলো, হাসি আর আবেগে মাখামাখি।
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে…। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের ‘হস্তাক্ষর’ অনুষ্ঠান। আলো, হাসি আর আবেগে মাখামাখি।
advertisement
3/26
এই পথ যেন…। শৈশবের বন্ধুত্ব বদলে গেল প্রেমে। রাধিকার হাত ধরে হাঁটছেন অনন্ত আম্বানি। একসঙ্গে জীবনের পথ চলা শুরু।
এই পথ যেন…। শৈশবের বন্ধুত্ব বদলে গেল প্রেমে। রাধিকার হাত ধরে হাঁটছেন অনন্ত আম্বানি। একসঙ্গে জীবনের পথ চলা শুরু।
advertisement
4/26
উপচে পড়া প্রেম…। প্রাক বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিনে রণবীর এবং আলিয়া ভাট। জমকালো সাজে চোখ ফেরানো দায়।
উপচে পড়া প্রেম…। প্রাক বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিনে রণবীর এবং আলিয়া ভাট। জমকালো সাজে চোখ ফেরানো দায়।
advertisement
5/26
এ মধুরাত…। শাহরুখ খান, গৌরী খান এবং আব্রাম। যেন বরযাত্রী। এমন ফ্যামিলি ফ্রেম কমই দেখা যায়।
এ মধুরাত…। শাহরুখ খান, গৌরী খান এবং আব্রাম। যেন বরযাত্রী। এমন ফ্যামিলি ফ্রেম কমই দেখা যায়।
advertisement
6/26
প্রাক বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিনে শাহরুখ কন্যা সুহানা খান। ক্রিম শাড়িতে রানির থেকে কোনও অংশে কম নন।
প্রাক বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিনে শাহরুখ কন্যা সুহানা খান। ক্রিম শাড়িতে রানির থেকে কোনও অংশে কম নন।
advertisement
7/26
পুরুষালি…। আদিত্য রায় কাপুরের এই ছবি এক কথায় এটাই। পোশাক থেকে হাসি, ঝরে পড়ছে আত্মবিশ্বাস।
পুরুষালি…। আদিত্য রায় কাপুরের এই ছবি এক কথায় এটাই। পোশাক থেকে হাসি, ঝরে পড়ছে আত্মবিশ্বাস।
advertisement
8/26
চাঁদ নেমে এসেছে ধরাতলে…। আদিত্য কাপুরের সঙ্গে না কি প্রেম করছেন অনন্যা পান্ডে। এমনই গুজব। তবে লাল লেহঙ্গায় অনন্যার সাজ যে কোনও পুরুষের হৃদয়ে আগুন ধরাতে বাধ্য।
চাঁদ নেমে এসেছে ধরাতলে…। আদিত্য কাপুরের সঙ্গে না কি প্রেম করছেন অনন্যা পান্ডে। এমনই গুজব। তবে লাল লেহঙ্গায় অনন্যার সাজ যে কোনও পুরুষের হৃদয়ে আগুন ধরাতে বাধ্য।
advertisement
9/26
অনন্যার বেস্টি শানায়া কাপুরও কম যান না। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে ধরা দিলেন লাল শাড়িতে মোহময়ী রূপে।
অনন্যার বেস্টি শানায়া কাপুরও কম যান না। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে ধরা দিলেন লাল শাড়িতে মোহময়ী রূপে।
advertisement
10/26
রাজার বেশ…। সইফ আলি খান, করিনা কাপুর এবং তৈমুর। পিতা-পুত্রের ম্যাচিং পোশাক। একেবারে রাজ পরিবার।
রাজার বেশ…। সইফ আলি খান, করিনা কাপুর এবং তৈমুর। পিতা-পুত্রের ম্যাচিং পোশাক। একেবারে রাজ পরিবার।
advertisement
11/26
ভাইজান…। কালো এমব্রয়ডারি করা স্যুট। কালো জামা। সলমন খান সব সময়ই দাবাং।
ভাইজান…। কালো এমব্রয়ডারি করা স্যুট। কালো জামা। সলমন খান সব সময়ই দাবাং।
advertisement
12/26
ক্রিকেটের ঈশ্বর যখন রোম্যান্টিক…। শেরওয়ানি-কুর্তায় সচিন এবং অঞ্জলি। দোলনায় বসে পোজ দিচ্ছেন।
ক্রিকেটের ঈশ্বর যখন রোম্যান্টিক…। শেরওয়ানি-কুর্তায় সচিন এবং অঞ্জলি। দোলনায় বসে পোজ দিচ্ছেন।
advertisement
13/26
ভারতীয় পরম্পরা…। অফ হোয়াইট পাজামা-পঞ্জাবিতে ধোনি। কাঁধে শাল। কমলা চুড়িদারে সাক্ষী। একেবারে ভারতীয় পরম্পরায় সেজেছেন যুগলে।
ভারতীয় পরম্পরা…। অফ হোয়াইট পাজামা-পঞ্জাবিতে ধোনি। কাঁধে শাল। কমলা চুড়িদারে সাক্ষী। একেবারে ভারতীয় পরম্পরায় সেজেছেন যুগলে।
advertisement
14/26
পরিবার…। শ্বশুর বীরেন মার্চেন্ট এবং শাশুড়ি শৈলা মার্চেন্টের সঙ্গে অনন্ত আম্বানি।
পরিবার…। শ্বশুর বীরেন মার্চেন্ট এবং শাশুড়ি শৈলা মার্চেন্টের সঙ্গে অনন্ত আম্বানি।
advertisement
15/26
কনের সাজে…। হবু বধূ রাধিকা মার্চেন্ট। জমকালো পোশাক। মুখে হাজার ওয়াটের চওড়া হাসি।
কনের সাজে…। হবু বধূ রাধিকা মার্চেন্ট। জমকালো পোশাক। মুখে হাজার ওয়াটের চওড়া হাসি।
advertisement
advertisement
advertisement