▪️লকডাউনে বহু মানুষ ক্ষিদের জ্বালায় মরছেন৷ একটু খাবারের জন্য হন্নে হচ্ছেন৷ তার মধ্যেই কেন্দ্র জানাল যে উৎপাদিত বাড়তি চাল রয়েছে দেশে৷ কিন্তু তা ইথানল তৈরির জন্য ব্যবহার করা হবে৷
2/ 6
▪️এই সময় যখন বহু মানুষের রোজগার বন্ধ হয়েছে, লকডাউনে পেটে পড়ছে না কিছু, তখন কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷
3/ 6
▪️দেশে লকডাউন ঘোষণার পর থেকে বহু মানুষের অনাহারে থাকছেন৷ এমন খবর মিলেছে৷ বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষরা পড়েছে চরম অনিশ্চয়তার মধ্যে৷
4/ 6
▪️সেখানে দাঁড়িয়ে না খেতে পাওয়া মানুষগুলির কথা না ভেবে কী করে বাড়তি চাল দিয়ে ইথানল বানানো পরিকল্পনা করল কেন্দ্র সরকার তা নিয়েই এই বিতর্ক৷
5/ 6
▪️কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে ন্যাশনল পলিসি অন বায়োফুয়েল অনুসারে ঘোষিত ছিল যে দেশে উৎপাদিত বাড়তি চাল ইথানল তৈরির কাজে ব্যবহার করা হবে৷ সেই মোতাবিক এই কাজে এগোচ্ছে খাদ্য মন্ত্রক৷
6/ 6
▪️চাল থেকে তৈরি এই ইথানল দিয়ে তৈরি হবে মাদক যুক্ত হ্যান্ড স্যানিটাইজার৷ করোনার সঙ্গে লড়তে যা ভীষণভাবেই প্রয়োজন৷ তা বলে মানুষের খিদের সঙ্গে আপস করে তৈরি হবে ইথানল? আপাতত এই প্রশ্নেই সরগরম রাজ্য রাজনীতি৷