বিহারে বিনা নোটিসে নাম বাদ যাবে না কোনও ভোটারের! SIR-এর মাঝে সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানাল নির্বাচন কমিশন

Last Updated:
SIR নিয়ে টালমাটাল পরিস্থিতি বিহারে তার মাঝেই বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে নোটিস না দিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না।
1/5
ভুয়ো ভোটার কাণ্ডে নজরে এবার ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগকর্তারা (Representative Image)
SIR নিয়ে টালমাটাল পরিস্থিতি বিহারে তার মাঝেই বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে নোটিস না দিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না। ওই হলফনামায় জানানো হয়েছে, ওই রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিস দেওয়া হবে।রা (Representative Image)
advertisement
2/5
লিঙ্কটি খুললেই প্রথমে একটি পেজ খুলবে, যেখানে চারটি ভিন্ন ভিন্ন অপশন দেওয়া আছে। সেখানে আপনাকে প্রথমে রাজ্য হিসেবে 'বিহার' নির্বাচন করতে হবে, তারপর আপনার জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম নির্বাচন করতে হবে।
ওই নোটিসেই উল্লেখ থাকবে, কী কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে। হলফনামায় আরও জানানো হয়েছে, সাধারণ ন্যায়বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এমন কোনও ব্যক্তির যদি নাম বাদ যায় সেক্ষেত্রে তিনি তাঁর সপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন।
advertisement
3/5
বর্তমানে, সম্পূর্ণ ভোটার তালিকার একটি সংকলিত অনুলিপি এখনও পর্যন্ত কোনও একটি জায়গায় পাওয়া যায়নি, তবে যে কোনও ভোটার চাইলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তাঁর নাম পরীক্ষা করতে পারবেন।
প্রসঙ্গত, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগেই ওই রাজ্যে শুরু হয়েছে 'বিশেষ নিবিড় সমীক্ষা' বা (এসআইআর)। গত ১ অগাস্ট একটি খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। ওই তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে।
advertisement
4/5
এছাড়াও পাসপোর্ট, সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র, যেখানে জন্মতারিখ উল্লেখ রয়েছে। রাজ্য প্রদত্ত পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। ওবিসি/এসসি/এসটি বা অন্য কাস্ট সার্টিফিকেট। জাতীয় নাগরিকপঞ্জি বা NRC (যেখানে চালু হয়েছে)। রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি।
গত ৬ অগাস্টের শুনানিতে অন্যতম মামলাকারী পক্ষ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ৬৫ লক্ষ ভোটারের নাম স্বচ্ছভাবে বাদ দেওয়া হয়নি। কী কারণে নাম বাদ দেওয়া হল তা জানতে চান আইনজীবী প্রশান্ত ভূষণ।
advertisement
5/5
ভোটার তালিকায় তোলার আগে যাচাই করতে হবে নাম, রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকের নিদান
এরপরেই সেই মামলায় আদালতে হলফনামা জমা দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, তালিকায় সংযোজন এবং বিয়োজনের পর রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের কাছে নতুন তথ্য ফের তুলে দেওয়া হবে জানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement