Sweets: পাকিস্তানের 'চিহ্ন'টুকুও মুছে গেল ভারতীয় মিষ্টি থেকে, মাইসোর-পাক বলে আর কোনও মিষ্টিই থাকবে না দোকানে! তাহলে কী হবে?

Last Updated:
জয়পুর শহর বলতে প্রথমেই মাথায় আসে বিভিন্ন রঙ আর নানান স্বাদের মিষ্টি আর রকমারি খানাপিনা।
1/5
 জয়পুর শহর বলতে প্রথমেই মাথায় আসে বিভিন্ন রঙ আর নানান স্বাদের মিষ্টি আর রকমারি খানাপিনা।
জয়পুর শহর বলতে প্রথমেই মাথায় আসে বিভিন্ন রঙ আর নানান স্বাদের মিষ্টি আর রকমারি খানাপিনা।
advertisement
2/5
সব মিলিয়ে দাম বাড়লেও পয়লা বৈশাখে বাঙালির কেনাকাটার উৎসাহে ভাঁটা পড়েনি। নতুন জামা কাপড়, ভাল খাওয়া, আর পরিবারের সঙ্গে সময়—এই নিয়েই শুরু হল নতুন বছর। (তথ্য-সুরজিৎ দে) 
আর এই শহরের অন্যতম আকর্ষণ হল মিষ্টি। কিন্তু, সেখানেও আঁচ পড়েছে ভারত-পাক সংঘাতের। এই আবহেই এবার রাজস্থানের ওই শহরের অন্যতম প্রসিদ্ধ মিষ্টির দোকান তেওহার সুইটস তাঁদের মিষ্টির নামের সঙ্গে জুড়ে থাকা 'পাক' শব্দ সরিয়ে নিল।
advertisement
3/5
এই প্রসঙ্গে, মাদ্রাজ মেডিক্যাল কলেজের চিকিৎসক প্রীতম মুন জানাচ্ছেন, কাপকেক হোক বা আইসক্রিম সব কিছুরই বিশেষ সময় রয়েছে। আর সেই নিয়ম মেনে খেলেই সবকিছুই বশে থাকবে। প্রতীকী ছবি
এরপরেই তিনি জানান, তাঁর দোকানের মোতি পাক, গোণ্ড পাক, আম পাক, মাইসোর পাক প্রতিটির থেকে 'পাক' শব্দ ঝেড়ে ফেলে শ্রী শব্দ যোগ করা হয়েছে।
advertisement
4/5
কখন খাবেন মিষ্টি? কখন মিষ্টি খেলে রক্তে চিনির পরিমাণ বশে থাকবে! প্রতীকী ছবি
একই সঙ্গে স্বর্ণ ভস্ম পাক এবং চাঁদি ভস্ম পাক বদলে শ্রী রাখা হয়েছে।
advertisement
5/5
প্রশ্ন ২ - বলুন তো উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্য মিষ্টি কোনটি? উত্তর ২ - উত্তর প্রদেশের রাজ্য মিষ্টি হল জিলিপি। অত্যন্ত জনপ্রিয় এই মিষ্টিটি উত্তরপ্রদেশের সর্বত্র পাওয়া যায়।
এই প্রসঙ্গে অঞ্জলি আরও জানিয়েছেন, মিষ্টিতে 'পাক' শব্দ থাকার ফলে অনেকেই আপত্তি জানিয়েছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement