Ajit Pawar Political Journey: আঁখের কো-অপারেটিভ থেকে উপ মুখ্যমন্ত্রী! মহারাষ্ট্রের পওয়ার পলিটিক্সে কাকা শরদের ছায়া থেকে বেরিয়ে ক্ষমতা বুঝিয়েছিলেন ‘দাদা’ অজিত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২০১৯ সালের নভেম্বরে, অজিত কিছু সময়ের জন্য বিজেপির সাথে সরকার গঠনের জন্য দলত্যাগ করেন...যে সরকার মাত্র ৮০ ঘণ্টা স্থায়ী হয়েছিল। এটি ছিল এনসিপি পরিবারের মধ্যে প্রথম প্রকাশ্য ফাটল।
অজিত পওয়ার৷ মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সময় ধরে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যক্তি৷ ভিন্ন ভিন্ন দল সরকার গড়েছে, কিন্তু, তিনি ওই পদেই দায়িত্ব সামলেছেন৷ মহারাষ্ট্রের তৃণমূলস্তরের রাজনীতি ছিল তাঁর হাতের রেখার মতো চেনা৷ বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রের৷ কিন্তু, যে বারামতী থেকে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান অজিত পওয়ারের জীবনের শেষটাও হল সেই বারামতীতেই৷
advertisement
আঁখ উৎপাদনের জন্য প্রখ্যাত বারামতী৷ বিগত ৩ দশক ধরে এই বারামতী ঘিরেই দিনে দিনে বেড়ে উঠেছিল অজিত পওয়ারের রাজনৈতিক জীবন৷ তখনও তাঁর কাকার রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছেন৷ এই বারামতীই তরুণ অজিত পওয়ারকে দিয়েছিল নিজস্ব সাম্রাজ্য৷ শিখেছিলেন রাজনীতি এবং ক্ষমতার খেলা৷ গড়ে তুলেছিল কড়া রাজনীতিবিদ হিসাবে৷ পরে যিনি মহারাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপট পুনর্গঠনে অন্যতম মূল ভূমিকা তৈরি করবে৷
advertisement
১৯৫৯ সালে ২২ জুলাই জন্ম অজিত অন্তরাও পওয়ারের৷ বাবার নাম অন্তরাও এবং মা আশাতাই পওয়ার৷ শরদ পওয়ারের বড় ভাই ছিলেন অজিত পওয়ারের বাবা৷ অর্থাৎ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের নিজের ভাইপো হলেন অজিত পওয়ার৷ নিজের কাকাকে মাটি থেকে ধীরে ধীরে প্রথমে রাজ্যের এবং পরে জাতীয় নেতা হয়ে উঠতে দেখেছেন অজিত৷ তাঁর রাজনীতির ময়দানে আসাও অনেকটাই কাকার দ্বারা প্রাভাবিত হয়েই৷
advertisement
advertisement
১৯৮২ সালে আঁখ কোঅপারেটিভ সেক্টরের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি অজিত পওয়ারের৷ এরপর ১৯৯১ সালে তিনি পুণে জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান নিযুক্ত হন এবং তার কিছুদিন পরেই বারামতী বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করা শুরু করেন৷ তারপরের কয়েক দশক এটাই ছিল তাঁর স্ট্রংহোল্ড৷
advertisement
পদমর্যাদার উন্নতির সাথে সাথে অজিত একাধিক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং বেশ কয়েকবার উপ-মুখ্যমন্ত্রী হন। বছরের পর বছর ধরে, তিনি বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্র জুড়ে নিজের একটি স্বাধীন সাম্রাজ্য তৈরি করেন। তবে, তাঁর উত্থানের সাথে সাথে পরিবারের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বও ঘটে৷ কারণ, সুপ্রিয়া সুলে এবং রোহিত পওয়ারের মতো নতুন নেতারাও প্রাধান্য লাভ করতে শুরু করেছিলেন ততদিনে।
advertisement
advertisement
advertisement
কিন্তু, সম্প্রতি পুর নির্বাচনের আগে ফের জোটসঙ্গী বিজেপির সঙ্গে বিভেদ তৈরি হচ্ছিল বলে ওঠে গুঞ্জন৷ পুর নির্বাচনে একাই লড়েছিলেন তিনি৷ কিন্তু, পুণের পুর নির্বাচনে হারাতে হয় পওয়ার৷ জেলা পরিষদ নির্বাচনের আগে তাই নিজের জায়গায় বারমতী থেকেই জনসভা শুরু করার পরিকল্পনা নিয়েছিলেন৷ কিন্তু, সেখানেই শেষ হল তাঁর ৬৬ বছরের জীবন৷







