Ajit Pawar Plane Crash Update: কে এই শম্ভাবী পাঠক? ছিলেন অজিত পওয়ারের বিমানের প্লেনের পাইলট...দুর্ঘটনায় মৃত্যু তাঁরও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এনসিপি প্রধান পাওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব, দুই পাইলট - সুমিত কাপুর এবং শম্ভাবী পাঠক - এবং একজন পরিচারিকা দুর্ঘটনায় মারা গেছেন। আগামী মাসে পুণে এলাকার জেলা পরিষদ নির্বাচন৷ তার আগে পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ সভা ছিল এলাকায়৷ সেই সমস্ত জনসভায় যোগ দেওয়ার কথা ছিল পওয়ারের।এনসিপি প্রধান পাওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব, দুই পাইলট - সুমিত কাপুর এবং শম্ভাবী পাঠক - এবং একজন পরিচারিকা দুর্ঘটনায় মারা গেছেন।
বুধবার সকালে পুণের বারামতীতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু হয়েছে৷ ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুসারে, পওয়ারের বিমানটি সকাল ৮:১০ মিনিটে মুম্বই বিমানবন্দর থেকে রওনা দেয়। প্রায় ৩৫ মিনিট পরে, এটি বারামতীর টেবিল টপ রানওয়েতে নামতে যায় বিমানটি৷ প্রথম দফায় অবতরণে ব্যর্থ হয়৷ তার পরে ফের এক চক্কর কেটে নামতে যায় বিমান৷ ATC-তে বিমানচালক তাঁর শেষ বার্তায় জানায়, রানওয়ে দেখা যাচ্ছে না৷ তারপর রানওয়ে ক্লিয়ারেন্স পাওয়ার পরে আর কোনও বার্তা আসেনি বিমানের তরফে৷ প্রসঙ্গত, বুধবার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল কম৷
advertisement
advertisement
এদিন বিমানচালকের আসনে ছিলেন ক্যাপ্টেন শাম্ভবী পাঠক৷ দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে৷ শাম্ভবী মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে মুম্বই থেকে বারামতীতে নিয়ে যাচ্ছিলেন৷ যে Learjet 45 বিমানটিতে অজিত পওয়ার সওয়ার ছিলেন, সেটি VSR Ventures সংস্থার অধীনে ছিল৷ এটি একটি দিল্লি-বেসড নন-সিডিউলড এয়ার ট্রান্সপোর্ট অপারেটর৷ সেই সংস্থার ফার্স্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন এই শম্ভাবী পাঠক৷
advertisement
শম্ভাবী পাঠক কে ছিলেন? শম্ভাবী পাঠকের লিঙ্কড ইন প্রোফাইল অনুযায়ী, পড়াশোনা এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে ৷ সেখানে তিনি ২০১৬-১৮ সালের মধ্যে সেকেন্ডারি এডুকেশন সম্পন্ন করেন৷ তারপরে নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল কমার্শিয়াল পাইলট একাডেমিতে একজন বাণিজ্যিক পাইলট এবং ফ্লাইট ক্রু হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি৷
advertisement
advertisement
advertisement
এনসিপি প্রধান পাওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব, দুই পাইলট - সুমিত কাপুর এবং শম্ভাবী পাঠক - এবং একজন পরিচারিকা দুর্ঘটনায় মারা গেছেন। আগামী মাসে পুণে এলাকার জেলা পরিষদ নির্বাচন৷ তার আগে পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ সভা ছিল এলাকায়৷ সেই সমস্ত জনসভায় যোগ দেওয়ার কথা ছিল পওয়ারের।এনসিপি প্রধান পাওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব, দুই পাইলট - সুমিত কাপুর এবং শম্ভাবী পাঠক - এবং একজন পরিচারিকা দুর্ঘটনায় মারা গেছেন। আগামী মাসে পুণে এলাকার জেলা পরিষদ নির্বাচন৷ তার আগে পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ সভা ছিল এলাকায়৷ সেই সমস্ত জনসভায় যোগ দেওয়ার কথা ছিল পওয়ারের।








