advertisement

Ajit Pawar Last Rites: কাঁপা হাতে সম্পন্ন করলেন বাবার শেষকৃত্য! চোখের জলে প্রিয় ‘দাদা’ অজিত পওয়ারকে বিদায় জানালেন সমর্থকেরা

Last Updated:
মহারাষ্ট্রের তৃণমূলস্তরের রাজনীতি ছিল তাঁর হাতের রেখার মতো চেনা৷ বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রের৷ কিন্তু, যে বারামতী থেকে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান অজিত পওয়ারের জীবনের শেষটাও হল সেই বারামতীতেই৷
1/9
 অগুনতি মানুষের ভিড়৷ যে বারামতীতে রাজনৈতিক কর্মসূচির কাজ সারতে এসেছিলেন৷ সেখানেই বৃহস্পতিবার সম্পন্ন হল তাঁর শেষকৃত্য৷ পুণের প্রিয় ‘দাদা’কে চোখের জলে বিদায় জানালেন তাঁর সমর্থকেরা৷ ছবি PTI
অগুনতি মানুষের ভিড়৷ যে বারামতীতে রাজনৈতিক কর্মসূচির কাজ সারতে এসেছিলেন৷ সেখানেই বৃহস্পতিবার সম্পন্ন হল তাঁর শেষকৃত্য৷ পুণের প্রিয় ‘দাদা’কে চোখের জলে বিদায় জানালেন তাঁর সমর্থকেরা৷ ছবি PTI
advertisement
2/9
বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ পুণের বারামতীতে একটি দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় মারা যান মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা প্রবীণ এনসিপি নেতা অজিত পওয়ার৷ এদিন বারামতীতেই হয় তাঁর শেষকৃত্য৷ উপস্থিত রইলেন তাঁর স্ত্রী সিনেত্রা পওয়ার ও পার্থ এবং জয়৷ ছিলেন কাকা শরদ পওয়ার ও খুড়তুতো বোন সুপ্রিয়া সুলেও৷ ছবি PTI
বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ পুণের বারামতীতে একটি দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় মারা যান মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী তথা প্রবীণ এনসিপি নেতা অজিত পওয়ার৷ এদিন বারামতীতেই হয় তাঁর শেষকৃত্য৷ উপস্থিত রইলেন তাঁর স্ত্রী সিনেত্রা পওয়ার ও পার্থ এবং জয়৷ ছিলেন কাকা শরদ পওয়ার ও খুড়তুতো বোন সুপ্রিয়া সুলেও৷ ছবি PTI
advertisement
3/9
বৃহস্পতিবার বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে স্ত্রী সুনেত্রা পওয়ার এবং তাঁর দুই ছেলে পার্থ এবং জয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে আবেগঘন শেষ বিদায় জানান৷
বৃহস্পতিবার বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে স্ত্রী সুনেত্রা পওয়ার এবং তাঁর দুই ছেলে পার্থ এবং জয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে আবেগঘন শেষ বিদায় জানান৷
advertisement
4/9
পার্থ এবং জয়, দৃশ্যত কাঁপতে কাঁপতে, পুরোহিতদের নির্দেশ অনুসরণ করে, বাবার শেষকৃত্য সম্পন্ন করেন৷ তখন, সমর্থকদের মধ্যে কারওকে দেখা গেল চোখের জল মুছতে, কেউ আঁকড়ে ধরে থাকলেন ছবি এবং দলীয় পতাকা।
পার্থ এবং জয়, দৃশ্যত কাঁপতে কাঁপতে, পুরোহিতদের নির্দেশ অনুসরণ করে, বাবার শেষকৃত্য সম্পন্ন করেন৷ তখন, সমর্থকদের মধ্যে কারওকে দেখা গেল চোখের জল মুছতে, কেউ আঁকড়ে ধরে থাকলেন ছবি এবং দলীয় পতাকা।
advertisement
5/9
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অজিত পওয়ারের শেষকৃত্যে যোগ দেন। এসেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন বিলাসরাও
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অজিত পওয়ারের শেষকৃত্যে যোগ দেন। এসেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন বিলাসরাও
advertisement
6/9
বারামতী তালুক থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছে পুণে গ্রামীণ পুলিশ।
বারামতী তালুক থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছে পুণে গ্রামীণ পুলিশ। "পুণে গ্রামীণ পুলিশ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের প্রাণহানির ঘটনায় বারামতী তালুক থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট (এডিআর) নথিভুক্ত করেছে। তদন্ত শুরু হয়েছে৷’’
advertisement
7/9
এদিন অজিত পওয়ারের মরদেহ শোভাযাত্রার জন্য বের করার সময় সমর্থকেরা অহল্যাবাই হোলকার সরকারি মেডিক্যাল কলেজের বাইরে জড়ো হয়েছিলেন৷ তারপর শহর জুড়ে ঘুরেশেষে বিদ্যা প্রতিষ্টান মাঠে গিয়ে শেষ হয় সেই যাত্রা৷ সকাল ১১ টায় শুরু হয় শেষকৃত্যের পর্ব৷
এদিন অজিত পওয়ারের মরদেহ শোভাযাত্রার জন্য বের করার সময় সমর্থকেরা অহল্যাবাই হোলকার সরকারি মেডিক্যাল কলেজের বাইরে জড়ো হয়েছিলেন৷ তারপর শহর জুড়ে ঘুরেশেষে বিদ্যা প্রতিষ্টান মাঠে গিয়ে শেষ হয় সেই যাত্রা৷ সকাল ১১ টায় শুরু হয় শেষকৃত্যের পর্ব৷
advertisement
8/9
১৯৫৯ সালের ২২ জুলাই আহমেদনগর জেলার দেওলালি প্রভারায় জন্মগ্রহণকারী করেন অজিত পওয়ার। মাটির রাজনীতি থেকে উঠে আসা অজিত কাকা শরদ পওয়ারের ছত্রছায়ায় থেকেও স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে পেরেছিলেন৷  ৬ বার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি৷ বারামতীর ৮ বারের বিধায়ক ছিলেন৷
১৯৫৯ সালের ২২ জুলাই আহমেদনগর জেলার দেওলালি প্রভারায় জন্মগ্রহণকারী করেন অজিত পওয়ার। মাটির রাজনীতি থেকে উঠে আসা অজিত কাকা শরদ পওয়ারের ছত্রছায়ায় থেকেও স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে পেরেছিলেন৷ ৬ বার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি৷ বারামতীর ৮ বারের বিধায়ক ছিলেন৷
advertisement
9/9
মহারাষ্ট্রের তৃণমূলস্তরের রাজনীতি ছিল তাঁর হাতের রেখার মতো চেনা৷ বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রের৷ কিন্তু, যে বারামতী থেকে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান অজিত পওয়ারের জীবনের শেষটাও হল সেই বারামতীতেই৷
মহারাষ্ট্রের তৃণমূলস্তরের রাজনীতি ছিল তাঁর হাতের রেখার মতো চেনা৷ বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রের৷ কিন্তু, যে বারামতী থেকে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান অজিত পওয়ারের জীবনের শেষটাও হল সেই বারামতীতেই৷
advertisement
advertisement
advertisement