Air Pollution: দিল্লির সঙ্গে এবার একই আসনে, আরও দুই শহর এখন 'বিষময়'! নামদুটো শুনলেই আঁতকে উঠবেন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
দীপাবলির পরের দিন সোমবার সকালে ‘সুইস গ্রুপের আইকিউ এআইআর’ এর সমীক্ষার রিপোর্ট উদ্বেগ বাড়ালো গোটা দেশের। যদিও দিল্লি শীর্ষে, তবে চলতি বছর এই তালিকায় নাম উঠেছে দেশের আরও দুই শহরের।
advertisement
advertisement
advertisement
যদি ‘এয়ার ইনডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই (AQI) ৪০০-৫০০-এর স্তরে থাকে তা সুস্থ ব্যক্তিদের প্রভাবিত করে এবং বিভিন্ন রোগে আক্রান্তদের জন্য তা খুবই বিপজ্জনক। ‘এয়ার ইনডেক্স কোয়ালিটি’ বা ওএকিউআই (AQI) ১৫০-২০০-এর স্তর হাঁপানি, ফুসফুস এবং হার্টের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য অস্বস্তি নিয়ে আসে। ০-৫০ এর মাত্রা ভাল বলে মনে করা হয়।
advertisement
advertisement