Air India Plane Crash: সামনে চলে এল গুজরাতের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার 'আসল' কারণ! দুটি ইঞ্জিনেই...ভয়াবহ কথা জানালেন বিশেষজ্ঞ! শুনে শিউরে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Air India Plane Crash: রিপোর্টে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইট AI-171-এর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল দিয়েছিলেন। সূত্রের খবর, একটি মেডে কল পাইলট তখনই পাঠান, যখন বিমানের উভয় ইঞ্জিন ব্যর্থ হয়।
বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কারণ কী? ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন এবং এয়ার ইন্ডিয়া মর্মান্তিক দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করছে। CNN-News18-কে একটি সূত্র জানিয়েছে, ডবল-ইঞ্জিন ফেলিওর হওয়ার কারণেও ঘটতে পারে এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা নিরীক্ষা, তথ্য প্রয়োজন।
advertisement
advertisement
advertisement
advertisement
বিমানটি ছিল একটি Boeing 787-8 Dreamliner, যা একটি মাঝারি আকারের, টুইন-ইঞ্জিন, ওয়াইড-বডি জেট এয়ারলাইনার। এর জ্বালানি দক্ষতা, আরামদায়ক যাত্রী অভিজ্ঞতা এবং বড় উইন্ডো সহ উদ্ভাবনী ডিজাইন বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি আধুনিক বিমানের এভাবে ভেঙে পড়া রীতিমতো অবিশ্বাস্য ঘটনা।
advertisement
advertisement
advertisement