Afghan Refugee | Agitation Delhi : পোস্টারে স্বামীজির বাণী! দিল্লিতে রাষ্ট্রপুঞ্জের দফতরের সামনে বিক্ষোভ আফগানদের...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Afghan Refugee | Agitation Delhi : চোখেমুখে তালিবানি অত্যাচারের বিভীষিকা নিয়ে কয়েক'শ আফগান নারী ও শিশু ইউনাইটেড নেশনের হস্তক্ষেপ চাইছেন।
সদ্য কাবুল থেকে ভারতে (India) এসেছেন একাধিক আফগান (Afghan)। আর আগে থেকেই এ দেশে রয়েছেন এমনই বহু আফগান। কিন্তু বছর কয়েক কেটে গেলেও শরণার্থী (Refugee) হিসেবে এ দেশের কোনও সুযোগ-সুবিধাই পাচ্ছেন না তাঁরা। এমনই অভিযোগ তুলে সোমবার দিল্লিতে রাষ্ট্রপুঞ্জের (UN) দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বহু আফগান। দিল্লির বসন্ত বিহারে 'ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস' দফতরের সামনে আফগান শরণার্থীদের এই বিক্ষোভ ছিল নজিরবিহীন।
advertisement
এ দিন বসন্ত বিহারে রাষ্ট্রপুঞ্জের দূতাবাসের সামনে আফগানিরা দিল্লির বিভিন্ন জায়গা থেকে এসে প্রতিবাদ জানান। কয়েক বছর ধরে হাজার হাজার আফগান শরণার্থী হিসেবে দিল্লিতে রয়েছেন। এদের মধ্যে অনেকের দাবি দীর্ঘ বছর দিল্লিতে থাকার পরেও বহু আফগানিকে এখনও অবধি শরণার্থী কার্ড দেয়নি রাষ্ট্রপুঞ্জ। তাই তাঁরা কর্ম সংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
advertisement
advertisement
advertisement
advertisement
তাঁদের দাবি, ভারতে বসবাসকারী আফগান শরণার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করুক ইউনাইটেড নেশন। কারণ, আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর ভারতে আফগান শরণার্থীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ভারতে থাকা আফগান শরণার্থীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই ভারতের উপর আর বোঝা বাড়াতে চান না এই আফগানি শরণার্থীরা।