Aditya-L1 Mission: সৌর মিশনের দিনক্ষণ তারিখ ঘোষণা করে দিল ISRO, চাঁদের পরে এবার টার্গেট সূর্য

Last Updated:
চন্দ্রযান ৩-এর এই সাফল্যে আন্তর্জাতিক ক্ষেত্রে এক অনন্য স্থান অর্জন করেছে ভারত৷ গত ২৩ অগাস্ট চন্দ্রযান ৩ এর সফল অবতরণের পরেই ভারতের পরবর্তী মহাকাশ মিশনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
1/9
গত ২৩ অগাস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩৷ ল্যান্ডার ‘বিক্রম’-এর পেট থেকে বেরিয়ে চাঁদের বুকে পা রেখেছে রোভার ‘প্রজ্ঞান’৷ এখন সেখানেই বিভিন্ন নমুনা সংগ্রহ করে, পরীক্ষা নিরীক্ষা করে ব্যস্ত সময় কাটাচ্ছে সে৷ সময় মতো রিপোর্ট পাঠাচ্ছে ইসরোর কাছে৷
গত ২৩ অগাস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩৷ ল্যান্ডার ‘বিক্রম’-এর পেট থেকে বেরিয়ে চাঁদের বুকে পা রেখেছে রোভার ‘প্রজ্ঞান’৷ এখন সেখানেই বিভিন্ন নমুনা সংগ্রহ করে, পরীক্ষা নিরীক্ষা করে ব্যস্ত সময় কাটাচ্ছে সে৷ সময় মতো রিপোর্ট পাঠাচ্ছে ইসরোর কাছে৷
advertisement
2/9
চন্দ্রযান ৩-এর এই সাফল্যে আন্তর্জাতিক ক্ষেত্রে এক অনন্য স্থান অর্জন করেছে ভারত৷ গত ২৩ অগাস্ট চন্দ্রযান ৩ এর সফল অবতরণের পরেই ভারতের পরবর্তী মহাকাশ মিশনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
চন্দ্রযান ৩-এর এই সাফল্যে আন্তর্জাতিক ক্ষেত্রে এক অনন্য স্থান অর্জন করেছে ভারত৷ গত ২৩ অগাস্ট চন্দ্রযান ৩ এর সফল অবতরণের পরেই ভারতের পরবর্তী মহাকাশ মিশনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
3/9
প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, চাঁদের পরে এবার সৌর মিশনে যাবে ইসরো৷ আজ, সোমবার সেই সৌর মিশনের দীনক্ষণও জানিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা৷
প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, চাঁদের পরে এবার সৌর মিশনে যাবে ইসরো৷ আজ, সোমবার সেই সৌর মিশনের দীনক্ষণও জানিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা৷
advertisement
4/9
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SHAR, SDSC-SHAR)থেকে উৎক্ষেপণ করা হবে PSLV-C57৷
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SHAR, SDSC-SHAR)থেকে উৎক্ষেপণ করা হবে PSLV-C57৷
advertisement
5/9
https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এই লঞ্চ প্রোগ্রাম চাক্ষুষ করতে পারবেন ভারতের সাধারণ নাগরিক৷
https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এই লঞ্চ প্রোগ্রাম চাক্ষুষ করতে পারবেন ভারতের সাধারণ নাগরিক৷
advertisement
6/9
ইসরোর PSLV-C57 রকেটের মাধ্যমে মহাকাশে পাড়ি দেবে Aditya-L1৷ প্রথমে এই স্পেসক্র্যাফ্টটিকে লো আর্থ অরবিটে প্লেস করা হবে৷ তারপরে ধীরে ধীরে আরও বাড়ানো হবে এর ডিম্বাকার কক্ষপথ৷ তারপরে একসময় পৃথিবীর অভিকর্ষ বলের মায়া (Sphere of Influence, SOI) কাটিয়ে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে৷
ইসরোর PSLV-C57 রকেটের মাধ্যমে মহাকাশে পাড়ি দেবে Aditya-L1৷ প্রথমে এই স্পেসক্র্যাফ্টটিকে লো আর্থ অরবিটে প্লেস করা হবে৷ তারপরে ধীরে ধীরে আরও বাড়ানো হবে এর ডিম্বাকার কক্ষপথ৷ তারপরে একসময় পৃথিবীর অভিকর্ষ বলের মায়া (Sphere of Influence, SOI) কাটিয়ে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে৷
advertisement
7/9
এই পর্যায়টি হবে ক্রুজ ফেজ৷ এই সময়ে L1-এর বৃহত্তর হ্যালো অরবিটে ইনজেক্ট করা হবে স্পেস ক্রাফ্টটি৷ উৎক্ষেপণ থেকে L1 পর্যন্ত পৌঁছতে প্রায় ৪ মাস সময় লাগতে পারে বলে জানা গিয়েছে৷
এই পর্যায়টি হবে ক্রুজ ফেজ৷ এই সময়ে L1-এর বৃহত্তর হ্যালো অরবিটে ইনজেক্ট করা হবে স্পেস ক্রাফ্টটি৷ উৎক্ষেপণ থেকে L1 পর্যন্ত পৌঁছতে প্রায় ৪ মাস সময় লাগতে পারে বলে জানা গিয়েছে৷
advertisement
8/9
ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে ভারতের প্রথম সূর্যের জন্য স্পেস বেসড অবজারভেটারি আদিত্য-L1 লঞ্চ করা হবে৷
ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে ভারতের প্রথম সূর্যের জন্য স্পেস বেসড অবজারভেটারি আদিত্য-L1 লঞ্চ করা হবে৷
advertisement
9/9
সূর্যের আপার অ্যাটমসফেরিক (ক্রোমোস্ফিয়ার ও করোনা) ডায়নামিক্স, ক্রোমোস্ফেরিক ও করোনাল হিটিং, ফিজিক্স অফ পার্শিয়ালি আয়োনাইজ় প্লাজমা, ফ্লেয়ার্স ইত্যাদি নিয়ে পর্যবেক্ষণ চালাবে এই মহাকাশযান৷
সূর্যের আপার অ্যাটমসফেরিক (ক্রোমোস্ফিয়ার ও করোনা) ডায়নামিক্স, ক্রোমোস্ফেরিক ও করোনাল হিটিং, ফিজিক্স অফ পার্শিয়ালি আয়োনাইজ় প্লাজমা, ফ্লেয়ার্স ইত্যাদি নিয়ে পর্যবেক্ষণ চালাবে এই মহাকাশযান৷
advertisement
advertisement
advertisement