পাকিস্তান থেকে মালয়েশিয়া, পৃথিবীজুড়ে শিব মন্দির দর্শন করুন

Last Updated:
1/8
চলছে শ্রাবণ মাস ৷ পবিত্র শ্রাবণ মাসে ভক্তরা শিব ভক্তিতে মত্ত থাকেন ৷ শ্রাবণ মাস নিয়ে একাদিক কাহিনি বর্ণিত আছে ৷ সারা পৃথিবী জুড়ে রইল হদিশ শিব মন্দিরের ৷  (image credit: pixabay.com)
চলছে শ্রাবণ মাস ৷ পবিত্র শ্রাবণ মাসে ভক্তরা শিব ভক্তিতে মত্ত থাকেন ৷ শ্রাবণ মাস নিয়ে একাদিক কাহিনি বর্ণিত আছে ৷ সারা পৃথিবী জুড়ে রইল হদিশ শিব মন্দিরের ৷ (image credit: pixabay.com)
advertisement
2/8
শ্রীলঙ্কার মুন্নেশ্বরমে শিবের মন্দির আছে ৷ এই মন্দিরেই ভক্তি শ্রদ্ধায় মহাদেবের পুজো করে থাকে ৷ পুরণে কথিত আছে এই মন্দিরে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন ৷ জানা গিয়েছে এই মন্দিরে অনেক হামলা করার চেষ্টা হয়েছিল কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি ৷ এই মন্দিরে মহাদেব ছাড়াও মা কালীর পুজো করা হয় ৷ (image credit: Facebook.com)
শ্রীলঙ্কার মুন্নেশ্বরমে শিবের মন্দির আছে ৷ এই মন্দিরেই ভক্তি শ্রদ্ধায় মহাদেবের পুজো করে থাকে ৷ পুরণে কথিত আছে এই মন্দিরে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন ৷ জানা গিয়েছে এই মন্দিরে অনেক হামলা করার চেষ্টা হয়েছিল কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি ৷ এই মন্দিরে মহাদেব ছাড়াও মা কালীর পুজো করা হয় ৷ (image credit: Facebook.com)
advertisement
3/8
মালয়েশিয়া জোহর বরুতে কালী মন্দির রয়েছে ৷ যেই জমিতে এই মন্দির নির্মিত হয়েছে এই জমি বরুর সুলতান ভারতকে উপহার দিয়েছেন ৷ মন্দিরে প্রায় ৩ লক্ষ মুক্ত দিয়ে পুজো দিয়েচেন ৷ ১৯২২ সালের সম্ভবত এই মন্দিরের নির্মাণ হয়েছিল ৷
মালয়েশিয়া জোহর বরুতে কালী মন্দির রয়েছে ৷ যেই জমিতে এই মন্দির নির্মিত হয়েছে এই জমি বরুর সুলতান ভারতকে উপহার দিয়েছেন ৷ মন্দিরে প্রায় ৩ লক্ষ মুক্ত দিয়ে পুজো দিয়েচেন ৷ ১৯২২ সালের সম্ভবত এই মন্দিরের নির্মাণ হয়েছিল ৷
advertisement
4/8
 মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই মন্দিরকে রামলিঙ্গেশ্বর মন্দির বলে মানা হয়ে থাকে ৷ ২০১১ সালে এখানে একটি ট্রাস্ট মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ৷ এখানে সব সময়ে শিব ভক্তের সমাগম লেগেই থাকে ৷  (image credit: Facebook.com)
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই মন্দিরকে রামলিঙ্গেশ্বর মন্দির বলে মানা হয়ে থাকে ৷ ২০১১ সালে এখানে একটি ট্রাস্ট মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ৷ এখানে সব সময়ে শিব ভক্তের সমাগম লেগেই থাকে ৷ (image credit: Facebook.com)
advertisement
5/8
 নেপালের বাগমতি নদীর পাড়ে পশুপতিনাথ মন্দির দর্শনে বহুদূর থেকে ভক্তরা এসে থাকেন ৷ ১৯১১ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল ৷ ফের ১৯১৭ সালে নির্মাণ করা হয়েছে ৷ এটি একটি হেরিটেজ তালিকায় অন্তর্গত ৷ (image credit: pixabay.com)
নেপালের বাগমতি নদীর পাড়ে পশুপতিনাথ মন্দির দর্শনে বহুদূর থেকে ভক্তরা এসে থাকেন ৷ ১৯১১ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল ৷ ফের ১৯১৭ সালে নির্মাণ করা হয়েছে ৷ এটি একটি হেরিটেজ তালিকায় অন্তর্গত ৷ (image credit: pixabay.com)
advertisement
6/8
ইন্দোনেশিয়ার জাবায় ভগবান শিবের মন্দির প্রতিষ্ঠিত ৷ একে প্রম্বানন নামেও পরিচিত ৷ দশত শতাব্দীতে প্রস্তুত ৷ ভারতের বাইরে সব থেকে বড় হিন্দু মন্দির ৷ ইউনেস্কো একে হেরিটেজ এর মত বিরল সম্মান দিয়েছে ৷ (image credit: pixabay.com)
ইন্দোনেশিয়ার জাবায় ভগবান শিবের মন্দির প্রতিষ্ঠিত ৷ একে প্রম্বানন নামেও পরিচিত ৷ দশত শতাব্দীতে প্রস্তুত ৷ ভারতের বাইরে সব থেকে বড় হিন্দু মন্দির ৷ ইউনেস্কো একে হেরিটেজ এর মত বিরল সম্মান দিয়েছে ৷ (image credit: pixabay.com)
advertisement
7/8
 শুনে চমকে যাবেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ইকবাল জেলায় এই মন্দিরকে রাজমন্দির বলে মনে করা হয় ৷ ষষ্ঠ শতকে নির্মিত হয়েছে এই মন্দির  ৷ ইকবাল গ্রাম থেকে প্রায় ৪ কিমি প্রতিষ্ঠিত এই মন্দির ৷ (image credit: Facebook.com)
শুনে চমকে যাবেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ইকবাল জেলায় এই মন্দিরকে রাজমন্দির বলে মনে করা হয় ৷ ষষ্ঠ শতকে নির্মিত হয়েছে এই মন্দির ৷ ইকবাল গ্রাম থেকে প্রায় ৪ কিমি প্রতিষ্ঠিত এই মন্দির ৷ (image credit: Facebook.com)
advertisement
8/8
তিব্বতের মানব সরোবরই ঝিলে ঘেরা ৷ একে কৈলাশ পর্বত মানব সরোবর বলা হয় ৷ এখানেই নাকি সাক্ষাৎ মহাদেব বিরাজ করেন ৷ চিনের অন্তর্গত মানব সরোবর ৷ ভারত থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ মানব সরোবর দর্শনে গিয়ে থাকেন ৷ (image credit: Facebook.com)
তিব্বতের মানব সরোবরই ঝিলে ঘেরা ৷ একে কৈলাশ পর্বত মানব সরোবর বলা হয় ৷ এখানেই নাকি সাক্ষাৎ মহাদেব বিরাজ করেন ৷ চিনের অন্তর্গত মানব সরোবর ৷ ভারত থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ মানব সরোবর দর্শনে গিয়ে থাকেন ৷ (image credit: Facebook.com)
advertisement
advertisement
advertisement