Abuse Word For Narendra Modi Mother: ‘আমার মাকেও ওরা ছাড়ল না’- বিহারের জনসভায় মাকে নিয়ে মোদি আর রাখঢাক করলেন না, দিলেন অপমানের মোক্ষম জবাব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Narendra Modi and Mother: তাঁর ছাতি চওড়া, মায়ের অপমানের বদলার উত্তরে চাঁচাছোলা শোনালেন প্রধানমন্ত্রী
সম্প্রতি, বিহারের দারভাঙ্গায় কংগ্রেসের ভোটার অধিকার যাত্রার সময়, প্রধানমন্ত্রী মোদির মাকে গালিগালাজ করা হয়েছিল। রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের জন্য নির্ধারিত মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদিকে অসম্মান করতে গিয়ে সমস্ত শালীনতার মাত্রা অতিক্রম করে তাঁর মাকেও অশ্রাব্য কথা বলে অপমান করা হয়েছিল। সেই অপমানের বদলা এবার মঞ্চ থেকেই নিলেন মোদি৷ প্রধানমন্ত্রী মোদি আবেগপ্রবণ হয়ে বলেন যে কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে তাঁর মাকে গালি দেওয়া হয়েছে। তিনি বলেন যে এটি তাঁর মায়ের অপমান নয়, বরং দেশের প্রতিটি মা, বোন এবং কন্যার অপমান।
advertisement
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘মা আমাদের পৃথিবী... মা আমাদের আত্মসম্মান। কয়েকদিন আগে সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী এই বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করিনি। বিহারের মানুষও এটা কল্পনা করেনি। বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে গালি দেওয়া হয়েছিল... এই গালিগুলি কেবল আমার মায়ের অপমান নয়... এগুলি দেশের মা, বোন এবং কন্যাদের অপমান।’’
advertisement
তিনি বলেন, আমি জানি এটা দেখার এবং শোনার পর বিহারের প্রতিটি মা কতটা খারাপ অনুভব করেছেন। আমি জানি। আমার হৃদয়ে যতটা ব্যথা, বিহারের মানুষও একই ব্যথায় ভুগছেন। তাই আজ যখন আমি বিহারের লক্ষ লক্ষ মা ও বোনের সঙ্গে এত বিশাল সংখ্যায় দেখা করছি, তখন আজ আমার হৃদয় এবং আমি আপনাদের সঙ্গে আমার দুঃখ ভাগ করে নিচ্ছি। যাতে আপনাদের মা ও বোনদের আশীর্বাদে আমি এই দুঃখ সহ্য করতে পারি।’’
advertisement
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘‘আমি আমার দেশের জন্য প্রতিদিন, প্রতিটি মুহূর্তে কঠোর পরিশ্রম করেছি। আর এতে আমার মা অনেক বড় ভূমিকা পালন করেছেন। আমাকে মা ভারতীর সেবা করতে হয়েছিল... তাই আমার মা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমাকে আমার দায়িত্ব থেকে মুক্ত করেছেন। সেই মায়ের আশীর্বাদেই আমি আমার যাত্রা শুরু করেছিলাম। তাই, আজ আমি বেদনার্ত যে, যে মা আমাকে দেশের সেবা করার আশীর্বাদ করেছিলেন এবং আমাকে ছেড়ে দিয়েছিলেন, তিনি আমাকে নিজের থেকে আলাদা হয়ে যেতে দিয়েছিলেন৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘তোমরা সকলেই জান যে আমার মায়ের দেহ আর এই পৃথিবীতে নেই। কিছুদিন আগেই ১০০ বছর বয়স পূর্ণ করার পর, তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন।'’ আরও বলেন, ‘‘আমার মা, যার রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই এবং যার দেহ আর নেই, তাঁকে আরজেডি এবং কংগ্রেসের মঞ্চ থেকে গালিগালাজ করা হয়েছিল। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক এবং বেদনাদায়ক। ওই মায়ের কী দোষ ছিল যে তাকে এত খারাপভাবে নির্যাতন করা হয়েছিল?’’