সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ একটি রোড শো এবং একটি জনসভায় অংশ নিতে এর আগে ১৪ জুন ত্রিপুরা সফর করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সুরমার শান্তির বাজারে জনসভা করবেন বিকেলে। আগরতলায় ইতিমধ্যেই রয়েছেন তৃণমূলের এক ঝাঁক নেতা-নেত্রী। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার মানুষের সঙ্গে কথা বলবেন। তিনি ত্রিপুরায় পরিবর্তন আনতে এবং যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছতে আগ্রহী।’’