বিশ্বমঞ্চে নোবেল দম্পতির বাঙালিয়ানা, ধুতি পাঞ্জাবিতে পুরস্কার নিলেন অভিজিৎ, শাড়িতে এস্থার

Last Updated:
বিশ্বমঞ্চ দেখল বাঙালিয়ানা ৷ কালো গলাবন্ধ পাঞ্জাবি ও ধুতি পরে পুরস্কার নিলেন অভিজিৎ ৷ মেধায় বিশ্বসেরা। মননে-পরনে নিখাদ বাঙালি।
1/6
বাঙালির বড়দিন। নোবেল পুরস্কার পেলেন কলকাতার ছেলে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই ‘গরিবের অর্থনীতি’র বিশ্বজয়। অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিতের স্ত্রী এস্থার ডুফলোও। সুইডেনের স্টকহোম কনসার্ট হলে ধুতি পাঞ্জাবিতে অভিজিৎ। শাড়িতে এস্থার। বিশ্বমঞ্চে নোবেল দম্পতির বাঙালিয়ানা।
বাঙালির বড়দিন। নোবেল পুরস্কার পেলেন কলকাতার ছেলে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই ‘গরিবের অর্থনীতি’র বিশ্বজয়। অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিতের স্ত্রী এস্থার ডুফলোও। সুইডেনের স্টকহোম কনসার্ট হলে ধুতি পাঞ্জাবিতে অভিজিৎ। শাড়িতে এস্থার। বিশ্বমঞ্চে নোবেল দম্পতির বাঙালিয়ানা।
advertisement
2/6
বাঙালি আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসনে....ফের বাঙালির হাতে নোবেল ৷ মঙ্গলবার সুইডেনের স্টকহোম কনসার্ট হলে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় ৷
বাঙালি আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসনে....ফের বাঙালির হাতে নোবেল ৷ মঙ্গলবার সুইডেনের স্টকহোম কনসার্ট হলে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় ৷
advertisement
3/6
বাঙালির কৃতিত্বকে বিশ্বের কুর্নিশ ৷ বিশ্বমঞ্চ দেখল বাঙালিয়ানা ৷ কালো গলাবন্ধ পাঞ্জাবি ও ধুতি পরে পুরস্কার নিলেন অভিজিৎ ৷ মেধায় বিশ্বসেরা। মননে-পরনে নিখাদ বাঙালি।
বাঙালির কৃতিত্বকে বিশ্বের কুর্নিশ ৷ বিশ্বমঞ্চ দেখল বাঙালিয়ানা ৷ কালো গলাবন্ধ পাঞ্জাবি ও ধুতি পরে পুরস্কার নিলেন অভিজিৎ ৷ মেধায় বিশ্বসেরা। মননে-পরনে নিখাদ বাঙালি।
advertisement
4/6
নোবেল পেলেন অভিজিতের স্ত্রী এবং একদা ছাত্রী, অর্থনীতিবিদ এস্থার ডুফলোও। তিনিও বাঙালি পোশাকে। পরনে নীল-সবুজ শাড়ি....
নোবেল পেলেন অভিজিতের স্ত্রী এবং একদা ছাত্রী, অর্থনীতিবিদ এস্থার ডুফলোও। তিনিও বাঙালি পোশাকে। পরনে নীল-সবুজ শাড়ি....
advertisement
5/6
দুনিয়া থেকে গরিবি দূর করতে আলো দেখিয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর পরীক্ষামূলক পদ্ধতি অর্থনীতিকে নতুন পথ দেখিয়েছে। তারই স্বীকৃতি হিসেবে নোবেল। বাঙালির হাত ধরে ‘গরিবের অর্থনীতি’র বিশ্বজয়।
দুনিয়া থেকে গরিবি দূর করতে আলো দেখিয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর পরীক্ষামূলক পদ্ধতি অর্থনীতিকে নতুন পথ দেখিয়েছে। তারই স্বীকৃতি হিসেবে নোবেল। বাঙালির হাত ধরে ‘গরিবের অর্থনীতি’র বিশ্বজয়।
advertisement
6/6
অভিজিৎ ও তাঁর স্ত্রীয়ের পাশাপাশি এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন তাঁদের সহযোগী গবেষক, হার্ভার্ডের অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারও। তিন নোবেলজয়ীই ঠিক করেছেন পুরস্কারের টাকা গবেষণার কাজে লাগাবেন।
অভিজিৎ ও তাঁর স্ত্রীয়ের পাশাপাশি এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন তাঁদের সহযোগী গবেষক, হার্ভার্ডের অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারও। তিন নোবেলজয়ীই ঠিক করেছেন পুরস্কারের টাকা গবেষণার কাজে লাগাবেন।
advertisement
advertisement
advertisement