Donald Trump on Greenland: ভেনেজুয়েলার পরে নেটোর বন্ধু দেশ থেকে গ্রিনল্যান্ড কেড়ে নিতে চান ট্রাম্প! বাঁচাতে জোট বাঁধবে ইউরোপ?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
ভেনেজুয়েলার পরে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য উত্তর মেরুর কাছের দেশ গ্রিনল্যান্ড। প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন নেটোর ভবিষ্যত নিয়েই হুমকি দেন ট্রাম্পকে। তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র নেটোর কোনও সদস্যকে আক্রমণ করলে নেটো ভেঙে পড়বে"। ট্রাম্পের এই হুমকির জেরে চাপে পড়েছে বন্ধু দেশ ব্রিটেন, ইটালি, ফ্রান্সও-সহ ইউরোপের বহু দেশ। কারণ ডেনমার্ক ইউরোপিয় ইউনিয়নেরও অংশ।
advertisement
advertisement









