

১৪ ফেব্রুয়ারি। প্রেমের দিন। ভালবাসার দিন। দেশবাসীর কাছে মনে করারও দিন। মনে পড়ে যায় গত বছরের এই দিনটার কথা। পুলওয়ামায় জঙ্গি হামলার কথা। প্রাণ হারান ৪০ জওয়ান। File Photo


দেশ জুড়ে শহিদ স্মরণ।দেখতে দেখতে একটা বছর। কিন্তু, চোখের জল আজও কথা শোনে না। যে মানুষগুলো সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করেন, যাঁদের বুকের ভিতরটা ইস্পাত কঠিন, তাঁদের আজও চোখে জল.....বার বার মনে পড়ে যায় সেই দিনটার কথা। File Photo


৭৮টি বাসের কনভয়। বাসে আড়াই হাজার সিআরপিএফ জওয়ান। কেউ ছুটি কাটিয়ে কাজে। কেউ আবার উপত্যকায় বদলি। মাঝপথেই জইশ-ই-মহম্মদের হামলা। File Photo


প্রাণ হারান ৪০ জওয়ান।পাকিস্তানকে জবাব দিতে দেরি করেনি ভারত। পুলওয়ামার জবাব বালাকোট। ২৬ ফেব্রুয়ারি প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। বালাকোটে জইশের একের পর এক ক্যাম্প গুঁড়িয়ে দেয়। File Photo


পাকিস্তান জবাব পেয়েছে। কিন্তু, পুলওয়ামার ক্ষত আজও মিলিয়ে যায়নি। নিহত জওয়ানদের কথা মনে করে আজও তাই চোখে জল। আজ পুলওয়ামা হামলার এক বছর। CRPF-এর কনভয়ে হামলায় প্রাণ কাড়ে ৪০ জন জওয়ানের। জইশ-এ-মহম্মদ হামলার দায় স্বীকার করে। প্রত্যাঘাতে পাকিস্তানের বালাকোটে অভিযান চালায় ভারত। নিহতদের স্মরণে এদিন ট্যুইট করেন প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীও। File Photo