Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে শুধু নারী শক্তিরই জয় জয়কার! সামনে এল অস্ত্র শনাক্তকরণ রাডার ‘স্বাতী’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রিপাবলিক প্যারেড শুরু হয় সকাল সাড়ে ১০টা নাগাদ৷ ১২০ মিনিট ধরে চলে গোটা অনুষ্ঠান৷ ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে থিম রাখা হয়েছিল ‘ইন্ডিয়া ইজ দ্য মাদার অফ ডেমোক্র্যাসি’৷ এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮০ শতাংশ ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ করতে দেখা যায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পরবর্তী কন্টিনজেন্ট ছিল স্বাতী - ওয়েপন লোকেটিং রাডার সিস্টেম, যার নেতৃত্বে ছিলেন আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট দীপ্তি রানা। অস্ত্র শনাক্তকরণ রাডার SWATI, DRDO এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দ্বারা তৈরি, একটি অত্যন্ত মোবাইল রাডার সিস্টেম যা স্বয়ংক্রিয় প্রথম রাউন্ড সনাক্তকরণের জন্য ডিজাইন করা হয়েছে।
advertisement