advertisement
• নিধি বন মন্দির , উত্তর প্রদেশ: মনে করা হয়, এই বনেই গোপিনীদের সঙ্গে রাস লীলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ ৷ এই বনের গাছ চির সবুজ ৷ কখনও, কোনও কারণে, এমনকী গাছ ফাঁপা হয়ে গেলেও বা জলের অভাব ঘটলেও গাছের পাতা কখনও হলুদ হয় না বা শুকিয়ে যায় না ৷ এমনকী এই বনে রাতে নূপুরের শব্দও শোনা যায় ৷ আবার আলোও দেখা যায় কখনও কখনও ৷ কেউ যদি কখনও সেটা দেখার চেষ্টা করে তাহলে সে অন্ধ , বা মানসিক ভারসাম্য হারায় বা তার মৃত্যু পর্যন্ত হতে পারে ।
advertisement
advertisement
advertisement
• পুরীর জগন্নাথ মন্দির , উড়িষ্যা: পুরীর মন্দিরের চূড়ার পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে । কেউ মন্দিরের প্রধান গম্বুজের ছায়া কোনও সময় দেখতে পায় না । মহাপ্রসাদ যখন রান্না হয় তখন ৭ টা হাড়ি একের ওপর এক রাখা থাকে ৷ কিন্তু যেটা সব থেকে ওপরে থাকে সেটা আগে রান্না হয় আর যে হাড়ি নীচে থাকে সেটা সব শেষে রান্না হয় । প্রতিদিন মন্দিরে একই পরিমাণ ভোগ রান্না হয় ৷ যত সংখ্যক ভক্তই আসুক, কোনওদিন তা কম পরে না ৷
advertisement
advertisement
advertisement