প্লাস্টিকের ব্যবহার কমিয়ে জৈব পদার্থ দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি করা ৷ এটাই ছিল ওই চার মেধাবী ছাত্রের প্রধান বিবেচ্য বিষয় ৷ এরপরই তাদের মাথায় আসে রাইস হাস্ক অর্থাৎ চালের হলুদ খোসা ব্যবহারের কথা ৷ দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁরা আবিষ্কার করেন এই নয়া পন্থা ৷ পেন, আসবাবপত্র, পিচ বোর্ড এবং রান্নাঘরের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যাবে এই রাইস হাস্ক থেকে ৷