ধানের খোসা থেকেই তৈরি হবে বাড়ির আসবাব, IIT খড়গপুরের চার ছাত্রের আবিষ্কারে চমকাবেন আপনিও

Last Updated:
1/6
চাল ঝাড়াই বাছাইয়ের পর পড়ে থাকে হলুদ খোলসটা ! সেটা ফেলে দেওয়া হয় ডাস্টবিনে ৷ বেছে নেওয়া হয় ভিতরের সাদা চাল ৷ তবে, সেই চালের খোসাও নাকি পুনর্ব্যবহারযোগ্য ৷
চাল ঝাড়াই বাছাইয়ের পর পড়ে থাকে হলুদ খোলসটা ! সেটা ফেলে দেওয়া হয় ডাস্টবিনে ৷ বেছে নেওয়া হয় ভিতরের সাদা চাল ৷ তবে, সেই চালের খোসাও নাকি পুনর্ব্যবহারযোগ্য ৷
advertisement
2/6
আইআইটি খড়গপুরের চার ছাত্রের দাবি কিছুটা এমনটাই ৷ তাদের নয়া আবিষ্কারে তাজ্জব বনে গিয়েছেন তাবড় তাবড় আবিষ্কর্তারাও ৷ আইআইটি-র চার ছাত্রের দাবি, ধানের হলুদ খোসা থেকে তৈরি করা যেতে পারে আসবাবপত্র এবং পেন ৷
আইআইটি খড়গপুরের চার ছাত্রের দাবি কিছুটা এমনটাই ৷ তাদের নয়া আবিষ্কারে তাজ্জব বনে গিয়েছেন তাবড় তাবড় আবিষ্কর্তারাও ৷ আইআইটি-র চার ছাত্রের দাবি, ধানের হলুদ খোসা থেকে তৈরি করা যেতে পারে আসবাবপত্র এবং পেন ৷
advertisement
3/6
ফুড সিক্যিউরিটি, ওয়াটার অ্যাকসেস, এনার্জি, এনভায়রনমেন্ট এবং এডুকেশন ৷ এই পাঁচ ধরণের সামাজিক বিষয় নিয়েই আইআইটি খড়গপুরে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর ৷ খড়গপুর কলেজের প্রায় ৫০টি দল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৷
ফুড সিক্যিউরিটি, ওয়াটার অ্যাকসেস, এনার্জি, এনভায়রনমেন্ট এবং এডুকেশন ৷ এই পাঁচ ধরণের সামাজিক বিষয় নিয়েই আইআইটি খড়গপুরে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর ৷ খড়গপুর কলেজের প্রায় ৫০টি দল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৷
advertisement
4/6
সেই প্রতিযোগিতা থেকেই  এমন অনবদ্য আবিষ্কার করে প্রথম পুরস্কার ছিনিয়ে নেয় টিম মেটল ৷ ওই দলে ছিলেন হর্ষিত গর্গ, শিবেন্দ্র গৌতম, প্রিয়াঙ্ক সাঙ্গানি, রজত মাহেশ্বরি ৷
সেই প্রতিযোগিতা থেকেই এমন অনবদ্য আবিষ্কার করে প্রথম পুরস্কার ছিনিয়ে নেয় টিম মেটল ৷ ওই দলে ছিলেন হর্ষিত গর্গ, শিবেন্দ্র গৌতম, প্রিয়াঙ্ক সাঙ্গানি, রজত মাহেশ্বরি ৷
advertisement
5/6
প্লাস্টিকের ব্যবহার কমিয়ে জৈব পদার্থ দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি করা ৷ এটাই ছিল ওই চার মেধাবী ছাত্রের প্রধান বিবেচ্য বিষয় ৷ এরপরই তাদের মাথায় আসে রাইস হাস্ক অর্থাৎ চালের হলুদ খোসা ব্যবহারের কথা ৷ দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁরা আবিষ্কার করেন এই নয়া পন্থা ৷ পেন, আসবাবপত্র, পিচ বোর্ড এবং রান্নাঘরের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যাবে এই রাইস হাস্ক থেকে ৷
প্লাস্টিকের ব্যবহার কমিয়ে জৈব পদার্থ দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি করা ৷ এটাই ছিল ওই চার মেধাবী ছাত্রের প্রধান বিবেচ্য বিষয় ৷ এরপরই তাদের মাথায় আসে রাইস হাস্ক অর্থাৎ চালের হলুদ খোসা ব্যবহারের কথা ৷ দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁরা আবিষ্কার করেন এই নয়া পন্থা ৷ পেন, আসবাবপত্র, পিচ বোর্ড এবং রান্নাঘরের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যাবে এই রাইস হাস্ক থেকে ৷
advertisement
6/6
একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই চার ছাত্র জানান, আঠা এবং একটি কেমিক্যাল ব্যবহার করলেই রাইস হাস্ক দিয়ে বিভিন্ন রকমের জিনিস খুব সহজেই তৈরি করা যাবে ৷
একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই চার ছাত্র জানান, আঠা এবং একটি কেমিক্যাল ব্যবহার করলেই রাইস হাস্ক দিয়ে বিভিন্ন রকমের জিনিস খুব সহজেই তৈরি করা যাবে ৷
advertisement
advertisement
advertisement