ভারত কি প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেতে চলেছে? উত্তর পেতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই।
2/ 6
বিজেপি অবশ্য ইতিমধ্যেই দ্রোপদীর জয়ের গন্ধ পাচ্ছে। ওদিকে ওড়িশার রায়রাংপুরের বাসিন্দারা ২০ হাজার মিষ্টিও তৈরি করে ফেলেছেন। ওড়িশার রায়রাংপুর দ্রৌপদীর শহর।
3/ 6
আদিবাসী নৃত্য এবং বিজয় মিছিলেরও প্রস্তুতি শুরু হয়েছে দ্রৌপদী মুর্মুর শহরে। এমনকী রাজধানী দিল্লিতেও বিজিয় মিছিলের প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির।
4/ 6
যশবন্ত সিনহাের বিরুদ্ধে দ্রৌপদী মুর্মু জিতলে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে একটি রোড শো হতে পারে বলে জানা যাচ্ছে।
5/ 6
আপাতত তিন মূর্তি মার্গে অস্থায়ী বাসস্থানে রয়েছেন দ্রৌপদী মুর্মু। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তাঁর সঙ্গে সেখানে দেখা করতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
6/ 6
সরকারী কর্মী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। তার পর হন সরকারি স্কুলের শিক্ষকা। সেখান থেকে ঝাড়খণ্ডের রাজ্যপাল হন। আর সেই তিনিই এখন দেশের রাষ্ট্রপতি হওয়ার সেরা দাবিদার।