Anushka Sharma Birthday: হুবহু মিলে গিয়েছিল অনুষ্কা শর্মার ভবিষ্যদ্বাণী! আজ তাঁর জন্মদিন, বিরাট লিখলেন...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Anushka Sharma Birthday: ১লা মে অনুষ্কা শর্মার জন্মদিন। তিনি আজ ৩৬ বছরে পা দিলেন। বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে শুভেচ্ছা জানান।
advertisement
অনুষ্কা এবং বিরাটের ভারত ছাড়ার কারণ জানান অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে। এক পডকাস্টে অভিনেত্রীর স্বামী জানান, ভারত ছেড়ে দেওয়ার কারণ তাকে নিজেই জানিয়েছিলেন অনুষ্কা। আর সেই কারণ বেশ অপ্রিয় সত্যের মতো। তিনি বলেন, কোহলি ও অনুষ্কা এখানে তাদের সাফল্যের জন্য বিড়ম্বনার মধ্যে পড়েন। সর্বত্র তাঁদের ঘিরে ক্যামেরা, ভক্তদের ভিড়। তাঁরা ব্যক্তিগত জীবন উপভোগ করতে চান। আর ছেলেমেয়েকে প্রচারের আলো থেকে দূরে রাখতে চান।
advertisement
advertisement
সেই সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন, ১০-১৫ বছর পর আমি আর অভিনেত্রী হিসেবে কাজ করতে চাই না। ততদিনে বিবাহিত হয়ে যাব, চুটিয়ে সংসার করব। সন্তানদের গাড়ি চালিয়ে স্কুলে দিয়ে আসব। প্রশংসা পেতে তো সবারই ভাল লাগে। তবে আমাদের এই পেশাটা এমন যে এখানে একবার ঢুকে পড়লে আমি আর কী কী পারি সেটা অনুভব করতে পারি না।
advertisement
advertisement