*জানা গিয়েছে, এ'বছরের জানুয়ারিতে বিশ্বের সর্ববৃহৎ সবুজায়ন প্রকল্প ‘হরিৎ হরম’-এর ষষ্ঠ পর্যায়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেই সময় তেলঙ্গানার বন মন্ত্রী এ ইন্দ্রকরণ রেড্ডি জানিয়েছিলেন, রাজ্যজুড়ে ৩০ কোটি গাছের চারা লাগানো হবে। অভিযোগ, সেই গাছের চারাই খেয়ে নেয় এই ১৫টি ছাগল। ছবিঃ প্রতীকী।