গাছের চারা খেয়ে নিয়েছে, ১৫ ছাগলকে আটক করল তেলেঙ্গনা প্রশাসন! ৪৫ হাজার টাকা জরিমানার নির্দেশ

Last Updated:
গাছের চারা খাওয়ার 'অপরাধ'-এ ১৫টি ছাগলকে আটক করল প্রশাসন।
1/6
*গাছের চারা খেয়ে ফেলেছে। এটা নাকি গর্হিত অপরাধ। আর তাই ১৫টি ছাগলকে আটক করল প্রশাসন। শুনতে অবাক লাগলেও , এই ঘটনা একেবারেই বাস্তব। ঘটনাটি  ঘটেছে তেলঙ্গনার ভদ্রাদ্রি কোঠাগুড়েম জেলায়। ছবিঃ সংগৃহীত। 
*গাছের চারা খেয়ে ফেলেছে। এটা নাকি গর্হিত অপরাধ। আর তাই ১৫টি ছাগলকে আটক করল প্রশাসন। শুনতে অবাক লাগলেও , এই ঘটনা একেবারেই বাস্তব। ঘটনাটি  ঘটেছে তেলঙ্গনার ভদ্রাদ্রি কোঠাগুড়েম জেলায়। ছবিঃ সংগৃহীত। 
advertisement
2/6
*ছাগলগুলিকে শুধু আটক করেই ক্ষান্ত হয়নি ইলান্দু পুরসভার আধিকারিকরা। ছাগল পিছু ৩,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে মালিকের কাছে। ছবিঃ প্রতীকী। 
*ছাগলগুলিকে শুধু আটক করেই ক্ষান্ত হয়নি ইলান্দু পুরসভার আধিকারিকরা। ছাগল পিছু ৩,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে মালিকের কাছে। ছবিঃ প্রতীকী। 
advertisement
3/6
*জানা গিয়েছে, এ'বছরের জানুয়ারিতে বিশ্বের সর্ববৃহৎ সবুজায়ন প্রকল্প ‘হরিৎ হরম’-এর ষষ্ঠ পর্যায়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেই সময় তেলঙ্গানার বন মন্ত্রী এ ইন্দ্রকরণ রেড্ডি জানিয়েছিলেন, রাজ্যজুড়ে ৩০ কোটি গাছের চারা লাগানো হবে। অভিযোগ, সেই গাছের চারাই খেয়ে নেয় এই ১৫টি ছাগল। ছবিঃ প্রতীকী। 
*জানা গিয়েছে, এ'বছরের জানুয়ারিতে বিশ্বের সর্ববৃহৎ সবুজায়ন প্রকল্প ‘হরিৎ হরম’-এর ষষ্ঠ পর্যায়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেই সময় তেলঙ্গানার বন মন্ত্রী এ ইন্দ্রকরণ রেড্ডি জানিয়েছিলেন, রাজ্যজুড়ে ৩০ কোটি গাছের চারা লাগানো হবে। অভিযোগ, সেই গাছের চারাই খেয়ে নেয় এই ১৫টি ছাগল। ছবিঃ প্রতীকী। 
advertisement
4/6
*পুর কমিশনার শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, তাঁরা খবর পান, কয়েকটি ছাগল গাছের চারা নষ্ট করে দিচ্ছে। খবর পেয়েই খোঁজ নিতে যান আধিকারিকরা। সেখানে গিয়েই ছাগলগুলিকে আটক করা হয়। ছবিঃ সংগৃহীত। 
*পুর কমিশনার শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, তাঁরা খবর পান, কয়েকটি ছাগল গাছের চারা নষ্ট করে দিচ্ছে। খবর পেয়েই খোঁজ নিতে যান আধিকারিকরা। সেখানে গিয়েই ছাগলগুলিকে আটক করা হয়। ছবিঃ সংগৃহীত। 
advertisement
5/6
*বৃহস্পতি ও শুক্রবার ৯টি ছাগলকে আটক করা হয়। শনিবার আরও ৯টি ছাগলকে ধরা হয়। ছাগলগুলি এখন পুরসভার দফতরেই রয়েছে। ছবিঃ সংগৃহীত। 
*বৃহস্পতি ও শুক্রবার ৯টি ছাগলকে আটক করা হয়। শনিবার আরও ৯টি ছাগলকে ধরা হয়। ছাগলগুলি এখন পুরসভার দফতরেই রয়েছে। ছবিঃ সংগৃহীত। 
advertisement
6/6
*পুর কমিশনার জানিয়েছেন, ইতিমধ্যেই ছাগলগুলির মালিকদের খবর দেওয়া হয়েছে। তাঁদের টাকা দিয়ে ছাগল নেওয়ার জন্য বলা হয়েছে। তবে কেউ সোমবার পর্যন্ত ছাগল নিয়ে যায়নি।  ছবিঃ সংগৃহীত।
*পুর কমিশনার জানিয়েছেন, ইতিমধ্যেই ছাগলগুলির মালিকদের খবর দেওয়া হয়েছে। তাঁদের টাকা দিয়ে ছাগল নেওয়ার জন্য বলা হয়েছে। তবে কেউ সোমবার পর্যন্ত ছাগল নিয়ে যায়নি।  ছবিঃ সংগৃহীত।
advertisement
advertisement
advertisement