NASA: ১৪ বছরের ভারতীয় মেয়ে যাচ্ছে NASA-এ ! তৃতীয়বারের চেষ্টায় এল সাফল্য

Last Updated:
NASA: মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ১৪ বছরের মেয়ে সুযোগ পেলো NASA-তে। দশম শ্রেণির ছাত্রী দিক্ষা শিন্ডে 'নাসা'র এম এস আই ফেলোশিপের ভার্চুয়াল প্যানেলে সুযোগ পায়।
1/5
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ১৪ বছরের মেয়ে সুযোগ পেলো NASA-তে। দশম শ্রেণির ছাত্রী দিক্ষা শিন্ডে 'নাসা'র এম এস আই ফেলোশিপের ভার্চুয়াল প্যানেলে সুযোগ পায়। photo source ANI
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ১৪ বছরের মেয়ে সুযোগ পেলো NASA-তে। দশম শ্রেণির ছাত্রী দিক্ষা শিন্ডে 'নাসা'র এম এস আই ফেলোশিপের ভার্চুয়াল প্যানেলে সুযোগ পায়। photo source ANI
advertisement
2/5
দিক্ষা প্রথম থেকেই স্টিফেন হকিং - এর বই পড়তে ভালোবাসে। পড়াশুনোর মাঝে সে সারাক্ষণ ডুবে থাকে নানা কিছু নিয়ে গবেষণায়। photo source ANI
দিক্ষা প্রথম থেকেই স্টিফেন হকিং - এর বই পড়তে ভালোবাসে। পড়াশুনোর মাঝে সে সারাক্ষণ ডুবে থাকে নানা কিছু নিয়ে গবেষণায়। photo source ANI
advertisement
3/5
প্রথমে দিক্ষা একটি রিসার্চ পেপার সাবমিট করে। তা ছিল ভগবান অস্তিত্বের সত্যতা নিয়ে প্রশ্ন করে। কিন্তু  সেই পেপারটি রিজেক্ট হয়। photo source ANI
প্রথমে দিক্ষা একটি রিসার্চ পেপার সাবমিট করে। তা ছিল ভগবান অস্তিত্বের সত্যতা নিয়ে প্রশ্ন করে। কিন্তু সেই পেপারটি রিজেক্ট হয়। photo source ANI
advertisement
4/5
ফের সে একটি পেপার পাঠায় এবং সেটিও সিলেক্ট হয় না। থেমে না গিয়ে ফের 'ব্ল্যাক হোল'-এর উপর একটি গবেষণা করে পাঠায় এবং সে সিলেক্ট হয়। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানায় দিক্ষা। photo source ANI
ফের সে একটি পেপার পাঠায় এবং সেটিও সিলেক্ট হয় না। থেমে না গিয়ে ফের 'ব্ল্যাক হোল'-এর উপর একটি গবেষণা করে পাঠায় এবং সে সিলেক্ট হয়। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানায় দিক্ষা। photo source ANI
advertisement
5/5
দিক্ষার মা একজন টিউশন টিচার, এবং বাবা স্কুলের শিক্ষক। মেয়ের এই সাফল্যে তাঁরা সকলেই খুশি। এই ফেলোশিপের জন্য সেও টাকাও পাবে। এবং বিভিন্ন জায়গায় নিজের রিসার্চ পেপার নিয়ে কনফারেন্সও করবে। নাসার হয়ে কাজও শুরু করতে হবে তাঁকে। photo source ANI
দিক্ষার মা একজন টিউশন টিচার, এবং বাবা স্কুলের শিক্ষক। মেয়ের এই সাফল্যে তাঁরা সকলেই খুশি। এই ফেলোশিপের জন্য সেও টাকাও পাবে। এবং বিভিন্ন জায়গায় নিজের রিসার্চ পেপার নিয়ে কনফারেন্সও করবে। নাসার হয়ে কাজও শুরু করতে হবে তাঁকে। photo source ANI
advertisement
advertisement
advertisement