Cyclone Tauktae Orange Alert: কমলা সতর্কতা জারি, বিধ্বংসী ঝড়ের আকার নিয়ে আছড়ে পড়বে Cyclone Tauktae
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
একে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ, তার মধ্যে ঘূর্ণিঝড় দাপট দেখাতে প্রস্তুত৷ শুরু হয়েছে আতঙ্কের প্রহর গোনা৷
•ভয়ঙ্কর আকার ধারণ করছে ঘূর্ণিঝড় টাউতে৷ যার জেরে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন৷ রবিবার অর্থাৎ আজ থেকে এর প্রভাব পড়তে চলেছে মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে৷ চূড়ান্ত দাপট দেখাতে চলেছে টাউতে৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে মুম্বই৷ পশ্চিম মহারাষ্ট্রের পার্বত্য অঞ্চলে বজায় থাকবে ঝড়ের দাপট৷ পূর্বাভাস মৌসম ভবনের৷
advertisement
advertisement
•পূর্বাভাস অনুযায়ী ১৮ তারিখ গুজরাত উপকূলে আছড়ে পড়বে এই ঝড়৷ জুনাগড়, গির সোমনাথে অতি ভারী বৃষ্টি হবে৷ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সৌরাষ্ট্রের কয়েকটি জেলায়, কচ্ছ ও দিউতে৷ দেশের উত্তর ও উত্তরপশ্চিমের দিকে এগোবে এই ঝড়৷ ১৮ মে আছড়ে পড়বে গুজরাতের উপকূলবর্তী এলাকায়৷ রবিবার সকালে এই পূর্বাভাস মৌসব ভবনের৷
advertisement
advertisement
advertisement