Zodiacs: তাসের কোন পাতার স্বভাব ঠিক আপনার-ই মতো? রাশি অনুসারে দেখে নিন মিলিয়ে..
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Zodiacs: কোন তাস কোন রাশির প্রতিনিধিত্ব করে এবং তাঁর চারিত্রিক বৈশিষ্ট কী, সব বলে দেওয়া যায় চুটকিতে।
কালীপুজো, ভাইফোঁটা শেষ। তবে পুজোর আমেজ এখনও আছে। হালকা শীত পড়ছে। এরকম সময়ে তাসের মতো ইন্ডোর গেমের জুড়ি মেলা ভার। ৫২ কার্ডের ৫৩ খেলায় মজে গেলে কী ভাবে যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, বোঝাও যায় না। তবে তাস শুধু খেলার সামগ্রী নয়, ব্যক্তিত্বের প্রতিফলনও বটে। কোন তাস কোন রাশির প্রতিনিধিত্ব করে এবং তাঁর চারিত্রিক বৈশিষ্ট কী, সব বলে দেওয়া যায় চুটকিতে। এবার সেটাই দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০: রুইতনের রানি। একটু একগুঁয়ে কিন্তু জীবনের সূক্ষ অনুভূতিগুলোকে এঁরা মর্যাদা দেন। আবেগ নয়, বাস্তবটা ভালো বোঝেন। চোখ বন্ধ করে এঁদের উপর ভরসা করা যায়।শির জাতক-জাতিকারা নিজেদের পছন্দের মানুষের ক্ষেত্রে সব সময়ই খুব সৎ এবং দয়ালু হয়। এরা সব কিছু গভীরভাবে চিন্তা করে এবং কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি নিয়ে ভাবনা-চিন্তা করে। অনেক কিছু চিন্তা করার ফলে তারা কোনটি ঠিক অথবা কোনটি ভুল সেটি নির্ণয় করতে পারে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement