Yoga: বিশ্ব যোগ দিবস পালন জেলায়! হাজির আট থেকে আশি
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
যোগ চর্চার মধ্য দিয়ে শিশুরা যেমন শৃঙ্খলার পাঠ নিচ্ছে, তেমনি প্রাপ্তবয়স্করা খুঁজে পাচ্ছেন মন ও শরীরের ভারসাম্য।
advertisement
advertisement
এবারের থিম ছিল "এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ" (Yoga for Self and Society)—যা ব্যক্তি ও সমাজের শারীরিক-মানসিক সুস্থতার গুরুত্বকে সামনে আনে। এই বিশেষ দিনটির আয়োজনে ছিল প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, জলপাইগুড়ি শিল্পসমিতি পাড়া শাখা। সকাল থেকেই শুরু হয় যোগ অনুশীলন, প্রাণায়াম, এবং ধ্যান।
advertisement
advertisement
যোগ চর্চার মধ্য দিয়ে শিশুরা যেমন শৃঙ্খলার পাঠ নিচ্ছে, তেমনি প্রাপ্তবয়স্করা খুঁজে পাচ্ছেন মন ও শরীরের ভারসাম্য। রাজবাড়ির এই ছায়াঘেরা পুকুরপাড় যেন আজ সত্যিই এক “যোগময়” পরিবেশে পরিণত হয়েছিল। যোগ দিবসের এই বার্তা যেন রয়ে যায় সবার মনে—“শরীর সুস্থ থাকলেই সমাজ সুস্থ থাকবে, আর সমাজ সুস্থ থাকলেই যে হবে পৃথিবী সুস্থ”!








