Wonder Fruit: ১ টার ওজনই ১২ কেজি! ধরা যায় না দু’ হাতেও! গাছ ভরে ঝুলে থাকা আশ্চর্য ডুগডুগি ফল আজও রহস্যময়

Last Updated:
Wonder Fruit: দৈত্যাকার এই ফলের জন্যই আজ গর্বিত গোটা গ্রাম, দুহাতেও ধরা শক্ত এই ফল
1/6
গোল সবুজ বলের মত আকার, ওজনে প্রায় ১০ থেকে ১২ কেজি হয় এক একটি ফল। দেখতে অনেকটা বেলের মত হলেও কিন্তু এটি বেল নয়। অদ্ভুত এক ফল, যার সঠিক নাম অনেকেরই অজানা। কেউ বলেন তানপুরা ফল, কেউ বলেন ডুগডুগি ফল, আবার কেউ বলে থাকেন মহাবেল বা দশবেল
গোল সবুজ বলের মত আকার, ওজনে প্রায় ১০ থেকে ১২ কেজি হয় এক একটি ফল। দেখতে অনেকটা বেলের মত হলেও কিন্তু এটি বেল নয়। অদ্ভুত এক ফল, যার সঠিক নাম অনেকেরই অজানা। কেউ বলেন তানপুরা ফল, কেউ বলেন ডুগডুগি ফল, আবার কেউ বলে থাকেন মহাবেল বা দশবেল
advertisement
2/6
উত্তর ২৪ পরগনা আমডাঙ্গা ব্লকের বহিছগাছি এলাকায় এমনই গাছ রয়েছে ১০০ বছরের বেশি সময় ধরে। ইংরেজিতে এই ফলের নাম Calabash (কেলাবাস)। আমডাঙ্গা বৈইছগাছিয়া এলাকায় এই গাছ এবং ফল দেখতে দূর দুরান্ত থেকে মানুষজন আসেন। অদ্ভুত ফল দেখলেই দাঁড়িয়ে ক্যামেরা বন্দিও করেন অনেকে
উত্তর ২৪ পরগনা আমডাঙ্গা ব্লকের বহিছগাছি এলাকায় এমনই গাছ রয়েছে ১০০ বছরের বেশি সময় ধরে। ইংরেজিতে এই ফলের নাম Calabash (কেলাবাস)। আমডাঙ্গা বৈইছগাছিয়া এলাকায় এই গাছ এবং ফল দেখতে দূর দুরান্ত থেকে মানুষজন আসেন। অদ্ভুত ফল দেখলেই দাঁড়িয়ে ক্যামেরা বন্দিও করেন অনেকে
advertisement
3/6
ওই গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন সাহেবের ভিটেয় এই গাছ তার পিতা বসিয়েছিলেন বলেই জানা যায়। গাছে ধরা এক একটি ফলের সর্বোচ্চ ওজন ১০-১২ কেজি হয়, যা এক হাতে ধরে রাখা সহজ ব্যাপার নয়
ওই গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন সাহেবের ভিটেয় এই গাছ তার পিতা বসিয়েছিলেন বলেই জানা যায়। গাছে ধরা এক একটি ফলের সর্বোচ্চ ওজন ১০-১২ কেজি হয়, যা এক হাতে ধরে রাখা সহজ ব্যাপার নয়
advertisement
4/6
বেলের মত দেখতে এবং বেলের দশগুণ বড়, তাই এই ফল কে গ্রামের সবাই দশবেল বলেই জানেন। ফল পেকে গেলে তার খোল এতটাই শক্ত হয়ে যায়, যা সহজে ভাঙা যায় না। আর তাই জানা যায় এই অদ্ভুত ফলের খোল দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা হয়
বেলের মত দেখতে এবং বেলের দশগুণ বড়, তাই এই ফল কে গ্রামের সবাই দশবেল বলেই জানেন। ফল পেকে গেলে তার খোল এতটাই শক্ত হয়ে যায়, যা সহজে ভাঙা যায় না। আর তাই জানা যায় এই অদ্ভুত ফলের খোল দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা হয়
advertisement
5/6
গিয়াসউদ্দিন সাহেব জানান, তিনি বাংলাদেশ সহ দেশ বিদেশে ঘুরে বেড়িয়েছেন কিন্তু এমন গাছ বা ফল কোনদিন নজরে আসেনি তার। কেউ কেউ বলে এই ফল বিষাক্ত। কিন্তু গিয়াসউদ্দিন সাহেব এই ফল গরু, ছাগলকে কেটে প্রায়ই দিয়েছেন, কোন সমস্যা হয়নি বলেও জানান। এমনকি নিজেও কেটে খেয়েছেন তিনি। স্বাদ অনেকটা আপেলের মত মিষ্টি এবং বালি বালি। গ্রামের মানুষ এই ফল নিয়ে গর্বিত, কারণ এই ফলের জন্যই গ্রামকে আজ সকলে চেনেন
গিয়াসউদ্দিন সাহেব জানান, তিনি বাংলাদেশ সহ দেশ বিদেশে ঘুরে বেড়িয়েছেন কিন্তু এমন গাছ বা ফল কোনদিন নজরে আসেনি তার।
কেউ কেউ বলে এই ফল বিষাক্ত। কিন্তু গিয়াসউদ্দিন সাহেব এই ফল গরু, ছাগলকে কেটে প্রায়ই দিয়েছেন, কোন সমস্যা হয়নি বলেও জানান। এমনকি নিজেও কেটে খেয়েছেন তিনি। স্বাদ অনেকটা আপেলের মত মিষ্টি এবং বালি বালি। গ্রামের মানুষ এই ফল নিয়ে গর্বিত, কারণ এই ফলের জন্যই গ্রামকে আজ সকলে চেনেন
advertisement
6/6
ফল গুলি গাছের কান্ডে হয়, প্রথমে কুরি আসে, তারপর সেখান থেকে ধুতরাফুলের মত ফুল হয়। সেখান থেকে ফল। গরমের সময় এই ফল বেশি হয়। তবে সারাবছরই ফল দেখা যায় গাছটিতে
ফল গুলি গাছের কান্ডে হয়, প্রথমে কুরি আসে, তারপর সেখান থেকে ধুতরাফুলের মত ফুল হয়। সেখান থেকে ফল। গরমের সময় এই ফল বেশি হয়। তবে সারাবছরই ফল দেখা যায় গাছটিতে
advertisement
advertisement
advertisement