Wonder Fruit: ১ টার ওজনই ১২ কেজি! ধরা যায় না দু’ হাতেও! গাছ ভরে ঝুলে থাকা আশ্চর্য ডুগডুগি ফল আজও রহস্যময়
- Reported by:Rudra Narayan Roy
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Wonder Fruit: দৈত্যাকার এই ফলের জন্যই আজ গর্বিত গোটা গ্রাম, দুহাতেও ধরা শক্ত এই ফল
advertisement
advertisement
advertisement
advertisement
গিয়াসউদ্দিন সাহেব জানান, তিনি বাংলাদেশ সহ দেশ বিদেশে ঘুরে বেড়িয়েছেন কিন্তু এমন গাছ বা ফল কোনদিন নজরে আসেনি তার।কেউ কেউ বলে এই ফল বিষাক্ত। কিন্তু গিয়াসউদ্দিন সাহেব এই ফল গরু, ছাগলকে কেটে প্রায়ই দিয়েছেন, কোন সমস্যা হয়নি বলেও জানান। এমনকি নিজেও কেটে খেয়েছেন তিনি। স্বাদ অনেকটা আপেলের মত মিষ্টি এবং বালি বালি। গ্রামের মানুষ এই ফল নিয়ে গর্বিত, কারণ এই ফলের জন্যই গ্রামকে আজ সকলে চেনেন
advertisement









