Weight loss tips: ৭৫ কেজি থেকে কীভাবে ওজন কমিয়ে ৬০ কেজি? সহজ ডায়েট থেকে ব্যয়াম, পথ বলে দিলেন মহিলা

Last Updated:
সম্প্রতি ইনস্টাগ্রাম ব্যবহারকারী এক মহিলা নিজের ওজন কমানোর অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷ যা মেনে চলা তুলনামূলক ভাবে অনেকটাই সহজ৷
1/11
কড়া ডায়েট, জিমে গিয়ে কঠোর পরিশ্রম, দৌড়ঝাঁপ করেও অনেক সময় বাড়তি ওজন ঝরাতে ব্যর্থ হন অনেকেই৷ যা থেকে গ্রাস করে হতাশাও৷
কড়া ডায়েট, জিমে গিয়ে কঠোর পরিশ্রম, দৌড়ঝাঁপ করেও অনেক সময় বাড়তি ওজন ঝরাতে ব্যর্থ হন অনেকেই৷ যা থেকে গ্রাস করে হতাশাও৷
advertisement
2/11
কিন্তু যাঁরা শরীরের অতিরিক্ত মেদ বা ওজন ঝরাতে সফল হন, তাঁদের পরামর্শ অনেক সময় বেশি কার্যকরী হয়৷ ৭৫ কেজি থেকে শরীরের ওজন ৬০ কেজিতে নামিয়ে আনা সেরকমই এক মহিলা এবার নিজের অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷
কিন্তু যাঁরা শরীরের অতিরিক্ত মেদ বা ওজন ঝরাতে সফল হন, তাঁদের পরামর্শ অনেক সময় বেশি কার্যকরী হয়৷ ৭৫ কেজি থেকে শরীরের ওজন ৬০ কেজিতে নামিয়ে আনা সেরকমই এক মহিলা এবার নিজের অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷
advertisement
3/11
সম্প্রতি ইনস্টাগ্রাম ব্যবহারকারী এক মহিলা নিজের ওজন কমানোর অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷ যা মেনে চলা তুলনামূলক ভাবে অনেকটাই সহজ৷ ওই মহিলার দাবি, এ ভাবেই ৭৫ কেজি থেকে তাঁর ওজন কমে ৬০ কেজি হয়েছে৷
সম্প্রতি অভগিক ভাব্যা নামে ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী এক মহিলা নিজের ওজন কমানোর অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷ যা মেনে চলা তুলনামূলক ভাবে অনেকটাই সহজ৷ ওই মহিলার দাবি, এ ভাবেই ৭৫ কেজি থেকে তাঁর ওজন কমে ৬০ কেজি হয়েছে৷ প্রতীকী ছবি
advertisement
4/11
কী কী পরামর্শ দিয়েছেন তিনি? ওই মহিলার পরামর্শ, প্রত্যেকবার খাবারের সঙ্গে বেশি করে ফল এবং শাক সবজি খেতে হবে৷ কারণ ফল এবং সবজিতে ভিটামিন, মিনারেল বেশি থাকে, কিন্তু ক্যালোরি কম৷
কী কী পরামর্শ দিয়েছেন তিনি? ওই মহিলার পরামর্শ, প্রত্যেকবার খাবারের সঙ্গে বেশি করে ফল এবং শাক সবজি খেতে হবে৷ কারণ ফল এবং সবজিতে ভিটামিন, মিনারেল বেশি থাকে, কিন্তু ক্যালোরি কম৷
advertisement
5/11
এ ছাড়াও খাবারের সঙ্গে মাছ, চিকেন, ডাল অথবা টোফু খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ কারণ প্রোটিন শরীরকে এনার্জি জোগায় আবার মেদও ঝরায়৷ একই সঙ্গে মাংসপেশির ভরও সঠিকভাবে বজায় রাখে৷
এ ছাড়াও খাবারের সঙ্গে মাছ, চিকেন, ডাল অথবা টোফু খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ কারণ প্রোটিন শরীরকে এনার্জি জোগায় আবার মেদও ঝরায়৷ একই সঙ্গে মাংসপেশির ভরও সঠিকভাবে বজায় রাখে৷
advertisement
6/11
আবার একই সঙ্গে পরিমিত পরিমাণে ভাত অথবা ওটস খেতেও বলেছেন ওই মহিলা৷ কারণ এই খাবারগুলিতে কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে এনার্জি দেয়, অনেকক্ষণ পেট ভরাও থাকে৷
আবার একই সঙ্গে পরিমিত পরিমাণে ভাত অথবা ওটস খেতেও বলেছেন ওই মহিলা৷ কারণ এই খাবারগুলিতে কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে এনার্জি দেয়, অনেকক্ষণ পেট ভরাও থাকে৷
advertisement
7/11
জিমে গিয়েও কী করা উচিত, জানিয়েছেন ওই মহিলা৷ তাঁর কথায়, প্রথমে জিমে গিয়ে অথবা ব্যয়াম করার সময় প্রথম ৫-১০ মিনিট জগিংয়ের মতো লাইট কার্ডিও এক্সারসাইজ করতে হবে৷ এর ফলে শরীরের এনার্জি বজায় থাকবে, ব্যয়াম করতে গিয়ে চোট লাগার আশঙ্কা কমবে৷
জিমে গিয়েও কী করা উচিত, জানিয়েছেন ওই মহিলা৷ তাঁর কথায়, প্রথমে জিমে গিয়ে অথবা ব্যয়াম করার সময় প্রথম ৫-১০ মিনিট জগিংয়ের মতো লাইট কার্ডিও এক্সারসাইজ করতে হবে৷ এর ফলে শরীরের এনার্জি বজায় থাকবে, ব্যয়াম করতে গিয়ে চোট লাগার আশঙ্কা কমবে৷
advertisement
8/11
এর পর মাংস পেশির জোর বাড়ে, এরকম ব্যায়াম করতে হবে ৩০-৪০ মিনিট ধরে৷ তার মধ্যে পুশ আপ, স্কোয়াট, লাঞ্জেস-এর মতো ব্যয়াম থাকতে পারে৷ ডাম্বেল নিয়েও ব্যয়াম করা যেতে পারে৷
এর পর মাংস পেশির জোর বাড়ে, এরকম ব্যায়াম করতে হবে ৩০-৪০ মিনিট ধরে৷ তার মধ্যে পুশ আপ, স্কোয়াট, লাঞ্জেস-এর মতো ব্যয়াম থাকতে পারে৷ ডাম্বেল নিয়েও ব্যয়াম করা যেতে পারে৷
advertisement
9/11
স্ট্রেনথ ট্রেনিংয়ের পরের আধ ঘণ্টা কার্ডিও এক্সারসাইজ করতে হবে৷ অর্থাৎ হাঁটতে অথবা দৌড়তে হবে৷ এতে ক্যালোরি ঝরবে, কার্ডিওভাস্কুল্যার ফিটনেস বাড়বে৷ সবশেষে যোগ ব্যয়াম অথবা স্ট্রেচিং করে ব্যয়াম শেষ করতে হবে৷
স্ট্রেনথ ট্রেনিংয়ের পরের আধ ঘণ্টা কার্ডিও এক্সারসাইজ করতে হবে৷ অর্থাৎ হাঁটতে অথবা দৌড়তে হবে৷ এতে ক্যালোরি ঝরবে, কার্ডিওভাস্কুল্যার ফিটনেস বাড়বে৷ সবশেষে যোগ ব্যয়াম অথবা স্ট্রেচিং করে ব্যয়াম শেষ করতে হবে৷
advertisement
10/11
আবার একই সঙ্গে পরিমিত পরিমাণে ভাত অথবা ওটস খেতেও বলেছেন ওই মহিলা৷ কারণ এই খাবারগুলিতে কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে এনার্জি দেয়, অনেকক্ষণ পেট ভরাও থাকে৷
আবার একই সঙ্গে পরিমিত পরিমাণে ভাত অথবা ওটস খেতেও বলেছেন ওই মহিলা৷ কারণ এই খাবারগুলিতে কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে এনার্জি দেয়, অনেকক্ষণ পেট ভরাও থাকে৷
advertisement
11/11
ওই মহিলার আরও দুটি পরামর্শ, সারাদিনে একই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করতে হবে৷ নিয়ম করে রোজ প্রাতঃরাশও সারতে হবে৷
ওই মহিলার আরও দুটি পরামর্শ, সারাদিনে একই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করতে হবে৷ নিয়ম করে রোজ প্রাতঃরাশও সারতে হবে৷
advertisement
advertisement
advertisement