Winter Tips: ঢিলে হয়ে গিয়েছে পছন্দের সোয়েটার! সুঁচ-সুতো ছাড়াই নতুনের মতো ‘টাইট’ হবে উলের পোশাক, জেনে নিন সহজ টিপস

Last Updated:
How to Fix Stretched Sweater: সোয়েটার ঢিলে হয়ে গেলেও তাকে ফের আঁটোসাঁটো করার উপায় রয়েছে। ছোট্ট কয়েকটি পদ্ধতি মানলেই ফের সোয়েটার হয়ে যাবে নতুনের মত
1/10
প্রায় ডিসেম্বরের মাঝামাঝি। একটু একটু করে আরও নামছে তাপমাত্রার পারদ। পছন্দের সোয়েটার, মাফলার পরার এটাই আদর্শ সময়। কিন্তু উলের পোশাক যতই সুন্দর হোক না কেন, একটি সমস‍্যা থেকেই যায়।
প্রায় ডিসেম্বরের মাঝামাঝি। একটু একটু করে আরও নামছে তাপমাত্রার পারদ। পছন্দের সোয়েটার, মাফলার পরার এটাই আদর্শ সময়। কিন্তু উলের পোশাক যতই সুন্দর হোক না কেন, একটি সমস‍্যা থেকেই যায়।
advertisement
2/10
কিছুদিন পরার পরেই আলগা হতে শুরু করে উলের বুনন। কয়েকবার ধোয়ার পরেই ঢিলে হয়ে যায় সাধ করে কেনা শীতের পোশাক। সুন্দর আঁটোসাঁটো দেখে কেনার শখের সোয়েটার তখন ভাল থাকলেও আর পরা যায় না।
কিছুদিন পরার পরেই আলগা হতে শুরু করে উলের বুনন। কয়েকবার ধোয়ার পরেই ঢিলে হয়ে যায় সাধ করে কেনা শীতের পোশাক। সুন্দর আঁটোসাঁটো দেখে কেনার শখের সোয়েটার তখন ভাল থাকলেও আর পরা যায় না।
advertisement
3/10
তবে চিন্তার কারণ নেই। সোয়েটার ঢিলে হয়ে গেলেও তাকে ফের আঁটোসাঁটো করার উপায় রয়েছে। ছোট্ট কয়েকটি পদ্ধতি মানলেই ফের সোয়েটার হয়ে যাবে নতুনের মত
তবে চিন্তার কারণ নেই। সোয়েটার ঢিলে হয়ে গেলেও তাকে ফের আঁটোসাঁটো করার উপায় রয়েছে। ছোট্ট কয়েকটি পদ্ধতি মানলেই ফের সোয়েটার হয়ে যাবে নতুনের মত
advertisement
4/10
সোয়েটারকে সঙ্কুচিত করার বেশ কয়েকটি উপায় রয়েছে। এদের মধ‍্যে একটি উপায় হল, প্রথমে ঢিলে হয়ে যাওয়া সোয়েটারটিকে হালকা গরম জলে ভিজিয়ে রাখুন। সম্পূর্ণ ভিজে গেলে জল থেকে তুলে আলতো করে জল নিংড়ে নিন।
সোয়েটারকে সঙ্কুচিত করার বেশ কয়েকটি উপায় রয়েছে। এদের মধ‍্যে একটি উপায় হল, প্রথমে ঢিলে হয়ে যাওয়া সোয়েটারটিকে হালকা গরম জলে ভিজিয়ে রাখুন। সম্পূর্ণ ভিজে গেলে জল থেকে তুলে আলতো করে জল নিংড়ে নিন।
advertisement
5/10
মনে রাখবেন খুব জোরে নিংড়ানোর প্রয়োজন নেই। আলতো হাতের চাপে এই কাজটি করুন। এবার একটি প‍্যাডেড তোলায়ের মধ‍্যে সোয়েটার রেখে গোটো করে নিন। ঢিলে হয়ে যাওয়া সুতোগুলিকে কাছাকাছি আনুন।
মনে রাখবেন খুব জোরে নিংড়ানোর প্রয়োজন নেই। আলতো হাতের চাপে এই কাজটি করুন। এবার একটি প‍্যাডেড তোলায়ের মধ‍্যে সোয়েটার রেখে গোটো করে নিন। ঢিলে হয়ে যাওয়া সুতোগুলিকে কাছাকাছি আনুন।
advertisement
6/10
এবার সোয়েটারটিকে শুকনো করে নিন। শুকনো করার জন‍্য ঝুলিয়ে না রেখে ওই তোয়ালেতে রেখেই রোদে দিন। সোয়েটারকে যতটা সম্ভব না ঝুলিয়ে রাখতে চেষ্টা করুন।
এবার সোয়েটারটিকে শুকনো করে নিন। শুকনো করার জন‍্য ঝুলিয়ে না রেখে ওই তোয়ালেতে রেখেই রোদে দিন। সোয়েটারকে যতটা সম্ভব না ঝুলিয়ে রাখতে চেষ্টা করুন।
advertisement
7/10
ঢিলে হয়ে যাওয়া সোয়েটারকে ফের টাইট করার জন‍্য ওয়াশিং মেশিনের ড্রায়ারও ব‍্যবহার করতে পারেন। এর জন‍্য সোয়েটারটিকে হালকা করে ভিজিয়ে নিন। এবার ড্রায়ারটিকে উচ্চ তাপমাত্রায় সেট করুন। সোয়েটার সম্পূর্ণ শুকিয়ে না হওয়া পর্যন্ত ড্রায়ারটি চালান।
ঢিলে হয়ে যাওয়া সোয়েটারকে ফের টাইট করার জন‍্য ওয়াশিং মেশিনের ড্রায়ারও ব‍্যবহার করতে পারেন। এর জন‍্য সোয়েটারটিকে হালকা করে ভিজিয়ে নিন। এবার ড্রায়ারটিকে উচ্চ তাপমাত্রায় সেট করুন। সোয়েটার সম্পূর্ণ শুকিয়ে না হওয়া পর্যন্ত ড্রায়ারটি চালান।
advertisement
8/10
অনেক সময় দেখা যায়, পুরো সোয়েটারটি ঢিলে না হলেও হাতা, বা গলার কাছে কোনও একটি, দু'টি অংশ ঢিলে হয়েছে। এক্ষেত্রে, সোয়েটারের ঢিলে হয়ে যাওয়া অংশটিকে গরম জলে ডুবিয়ে রাখুন।
অনেক সময় দেখা যায়, পুরো সোয়েটারটি ঢিলে না হলেও হাতা, বা গলার কাছে কোনও একটি, দু'টি অংশ ঢিলে হয়েছে। এক্ষেত্রে, সোয়েটারের ঢিলে হয়ে যাওয়া অংশটিকে গরম জলে ডুবিয়ে রাখুন।
advertisement
9/10
তবে গরম জলে ডোবানের আগে সোয়েটারটি উল্টে নিন, নাহলে নষ্ট হতে পারে রং। এবার, গরম জল থেকে তুলে ঢিলে হয়ে যাওয়া অংশ হাতের চাপে একজায়গায় আনুন। সামান‍্য পরিমাণ ঢিলে হলে এই পদ্ধতিতেই ফের পুরনো গড়নে ফিরে যাবে শীতের পোশাক।
তবে গরম জলে ডোবানের আগে সোয়েটারটি উল্টে নিন, নাহলে নষ্ট হতে পারে রং। এবার, গরম জল থেকে তুলে ঢিলে হয়ে যাওয়া অংশ হাতের চাপে একজায়গায় আনুন। সামান‍্য পরিমাণ ঢিলে হলে এই পদ্ধতিতেই ফের পুরনো গড়নে ফিরে যাবে শীতের পোশাক।
advertisement
10/10
সোয়েটারকে নিজের পুরনো শেপ বা গঠনে ফিরিয়ে নিয়ে যেতে হেয়ার ড্রায়ার বা ব্লো ড্রায়ারও ব‍্যবহার করতে পারেন। গরম বাতাসও গরম জলের মতোই সঙ্কুচিত করতে সাহায‍্য করবে।
সোয়েটারকে নিজের পুরনো শেপ বা গঠনে ফিরিয়ে নিয়ে যেতে হেয়ার ড্রায়ার বা ব্লো ড্রায়ারও ব‍্যবহার করতে পারেন। গরম বাতাসও গরম জলের মতোই সঙ্কুচিত করতে সাহায‍্য করবে।
advertisement
advertisement
advertisement