শীতে ঠকঠক করে কাঁপছেন...! দামি দামি হিটার ছাড়ুন, কাজে দেবে সহজ 'কায়দা', শিখে নিন আদ্যিকালের প্রাকৃতিক 'টেকনিক'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Winter Tips And Tricks: এখন, হিটার ছাড়াই, আপনার ঘর কয়েক মিনিটের মধ্যেই গরম হয়ে যেতে পারে। এক্ষেত্রে সামান্য সাধারণ জ্ঞান এবং কয়েকটি স্মার্ট ঘরোয়া টেকনিক আপনার ঘরকে "শীত-প্রতিরোধী অঞ্চলে" রূপান্তরিত করতে পারে জাস্ট কয়েক মিনিটে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ঠান্ডায় ঘরেই কিছু ছোটখাট রান্না করে নিন। চা বা কফি পানের জন্য ওয়াটার হিটার রুমে ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু ঘর গরম হয়। ধরুন বাচ্চার জন্য দুধ গরম করবেন বা ডিম পোচ। অথবা হালকা ভাজা-পোড়ার মতো বিকেলের খাবার রান্নাঘরের বদলে বেডরুমে ইন্ডাকশন-এ করতে পারেন। এতে কিন্তু ঘর গরম হবে। স্টোভ বা ইন্ডাকশন এক্ষেত্রে বেশি কাজের হবে। তবে সাবধানতা মেনে চলতে হবে।
advertisement
advertisement
advertisement
আপনি এই মোমবাতিগুলি আপনার শোবার ঘরে বা বসার ঘরে রাখতে পারেন। ছোট মোমবাতিগুলি দীর্ঘ সময় ধরে জ্বলে এবং ঘরে একটি হালকা, মনোরম তাপমাত্রা বজায় রাখে। বিদ্যুৎ সাশ্রয় এবং প্রাকৃতিক উষ্ণতা উপভোগ করার জন্যও এই পদ্ধতিটি আদর্শ যা প্রাচীন কাল থেকেই কিন্তু শীতকালের কার্যকরী সমাধান। শুধু এক্ষেত্রে আগুনের বিষয়ে একটু সাবধান থাকলেই হবে।
advertisement
