Winter Haircare Tips-Vitamin E Capsule: খুসকি! চুল ঝরছে? এই পদ্ধতিতে চুলে লাগান ভিটামিন ই ক্যাপসুল! সব সমস্যার সমাধান
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Winter Haircare Tips-Vitamin E Capsule: দামি শ্যাম্পু বা ঘন ঘন পার্লার যাওয়ার আর দরকার নেই! সামান্য এই ক্যাপসুলেই হবে সব সমস্যার সমাধান! জানুন
ভিটামিন ই ক্যাপসুল। খুব সহজেই যেকোনও ওষুধের দোকানে পাওয়া যায়। এই ক্যাপসুলের এত গুণ আছে যা জানলে চমকে যাবেন। গরমে অত্যধিক রোদে শুধু ত্বক নয় ক্ষতি হয় চুলেরও। দামি শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেও চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। স্যাঁলোতে গিয়েও সমস্যা মেটে না। চুল পড়ে যাওয়া থেকে শুরু করে পাকা চুল, সব সমস্যার সমাধান করে এই একটি ক্যাপসুল। জানুন কী ভাবে চুলে ব্যবহার করবেন। photo source collected
advertisement
সামনেই শীতকাল। চুল ভরে যায় খুসকিতে! ঝরতেও থাকে! তবে চিন্তার কিছু নেই। সাত আটটা ভিটামিন ই ক্যাপসুল কেটে ভিতরের তেলটা একটি পাত্রে বের করে রাখুন। এবার তাতে দুই চামচ অ্যালোভেরা। এই মিশ্রণ ভাল করে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ব্যবহার করুন। ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। সঙ্গে সঙ্গে কমবে চুল পড়ার সমস্যা। চুলের গোড়া মজবুত হবে। এই মিশ্রণ সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। photo source collected
advertisement
এছাড়া ক্যাপসুল কেটে সেই তেল হাতে নিয়ে ভাল করে চুলের গোড়ায় মালিশ করুন। ফাটা চুলের ডগায় মালিশ করুন। সপ্তাহে তিন দিন রাতে এভাবে ক্যাপসুল মালিশ করে রাতভর রেখে সকালে শ্যাম্পু করে নিন। প্রয়োজনে নিজের পছন্দের তেলের সঙ্গেও এই ক্যাপসুল মিশিয়ে মালিশ করতে পারেন। এতে যাদের চুল পড়ার সমস্যা আছে তা কমবে। ফাটা বা ফ্রিজি হেয়ার ঠিক হবে। সব থেকে বড় হল চুলের গ্রোথ থেমে থাকলে, তা আবার নতুন করে বাড়তে থাকবে। photo source collected
advertisement
advertisement
