Winter Cozy Room: বাড়িতে বয়স্ক সদস্য রয়েছে? শীতের দিনে হিটার ছাড়াই কীভাবে ঘর রাখবেন, দেখে নিন কয়েকটি টিপস

Last Updated:
Winter Cozy Room: শীতের দিনে হিটার ছাড়া বাড়ি গরম রাখার কার্যকর টিপস জানুন। বয়স্ক সদস্যদের আরাম এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রাকৃতিক উপায়ে বাড়ি গরম রাখুন।
1/7
জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। শীতের সকালে কনকনে আমেজ অনেকেই বেশ পছন্দ করে। তবে শীত কবে আসবে? এ অপেক্ষা সকলেরও থাকে না৷ বিশেষ করে বয়স্করা এই সময় বেশ কষ্টে থাকে৷ অল্প শীতেই কাবু হয়ে যান তাঁরা৷ তাঁদের চট করে ঠান্ডাও লেগে যায়৷
জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। শীতের সকালে কনকনে আমেজ অনেকেই বেশ পছন্দ করে। তবে শীত কবে আসবে? এ অপেক্ষা সকলেরও থাকে না৷ বিশেষ করে বয়স্করা এই সময় বেশ কষ্টে থাকে৷ অল্প শীতেই কাবু হয়ে যান তাঁরা৷ তাঁদের চট করে ঠান্ডাও লেগে যায়৷
advertisement
2/7
এমন মরসুমে দেখে নিন কীভাবে ঘরের অন্দর বয়স্কদের জন্য খানিক আরামদায়ক করে তোলা যায়৷
এমন মরসুমে দেখে নিন কীভাবে ঘরের অন্দর বয়স্কদের জন্য খানিক আরামদায়ক করে তোলা যায়৷
advertisement
3/7
বিছানার চাদরশীতে শুতে যাওয়ার সময় বিছানায় পিঠ ঠেকালেই যেন জল ঢেলে দিন৷ বিশেষত দক্ষিণ দিক বদ্ধ থাকলে সমস্যা আরও বৃদ্ধি পায়৷ প্রথমটি বিছানার চাদর বদলে নিন৷ শীতের দিনে সুতির বদলে, আরামদায়ক, ফ্লিসের বা উল মিশ্রিত কম্বল পাতুন৷ এ ছাড়াও এখন বাজারে বিভিন্ন ধরনের বিছানার চাদর মেলে৷ সেইগুলো শীতে বেশ আরামদায়ক৷
বিছানার চাদরশীতে শুতে যাওয়ার সময় বিছানায় পিঠ ঠেকালেই যেন জল ঢেলে দিন৷ বিশেষত দক্ষিণ দিক বদ্ধ থাকলে সমস্যা আরও বৃদ্ধি পায়৷ প্রথমটি বিছানার চাদর বদলে নিন৷ শীতের দিনে সুতির বদলে, আরামদায়ক, ফ্লিসের বা উল মিশ্রিত কম্বল পাতুন৷ এ ছাড়াও এখন বাজারে বিভিন্ন ধরনের বিছানার চাদর মেলে৷ সেইগুলো শীতে বেশ আরামদায়ক৷
advertisement
4/7
রাগ বা গালিচাখাটের সামনে বা সোফার সামনে রাগ পেতে রাখুন৷ জানুন রাগ মানে কী? ছোট গালিচা৷ বসা ও শোয়ার ঘরে গালিচা পেতে রাখতে পারেন৷ এতে কেবল ঘরের শোভা বৃদ্ধি হয় না৷ শীতকাল আরামদায়ক হয়ে উঠবে৷
রাগ বা গালিচাখাটের সামনে বা সোফার সামনে রাগ পেতে রাখুন৷ জানুন রাগ মানে কী? ছোট গালিচা৷ বসা ও শোয়ার ঘরে গালিচা পেতে রাখতে পারেন৷ এতে কেবল ঘরের শোভা বৃদ্ধি হয় না৷ শীতকাল আরামদায়ক হয়ে উঠবে৷
advertisement
5/7
সোফায় কুশন, কম্বল রাখুনসোফায় কুশনের সংখ্যা বাড়িয়ে দিন৷ পাশএ সবসময় একটা কম্বল রেখে দিন৷ সোফায় বসে পায়ের উপর কম্বল টেনে দিলেই শীত সে ভাবে টের পাওয়া যাবে না৷ কুশনে পিঠ দিয়ে কম্বলের ওমে তা খেলেই শরীর একেবারে ঝরঝরে হয়ে উঠবে৷
সোফায় কুশন, কম্বল রাখুনসোফায় কুশনের সংখ্যা বাড়িয়ে দিন৷ পাশএ সবসময় একটা কম্বল রেখে দিন৷ সোফায় বসে পায়ের উপর কম্বল টেনে দিলেই শীত সে ভাবে টের পাওয়া যাবে না৷ কুশনে পিঠ দিয়ে কম্বলের ওমে তা খেলেই শরীর একেবারে ঝরঝরে হয়ে উঠবে৷
advertisement
6/7
পর্দাশীতের মরসুমে ভারী পর্দা ব্যবহার করুন৷ কাচের জানলা হলে বা শীত বেশি হলে মোটা চাদর বা কাপড় দিয়ে ঢেকে তার উপর পর্দা দিন৷ এতে শীত কিছুটা হলেও কমবে৷
পর্দাশীতের মরসুমে ভারী পর্দা ব্যবহার করুন৷ কাচের জানলা হলে বা শীত বেশি হলে মোটা চাদর বা কাপড় দিয়ে ঢেকে তার উপর পর্দা দিন৷ এতে শীত কিছুটা হলেও কমবে৷
advertisement
7/7
আলোটেবিলে, আনাচে-কানাচে ছোটখাটো সুন্দ র দেখতে আলো রাখতে পারেন৷ তাছাড়াও ঘর সাজাতে সুদৃশ্য মোমবাতি রাখতে পারেন৷ চেবিলে সুগন্ধি মোম জ্বালিয়ে রাখলে তােত হাতও গরম কে নেওয়া যাবে৷
আলোটেবিলে, আনাচে-কানাচে ছোটখাটো সুন্দ র দেখতে আলো রাখতে পারেন৷ তাছাড়াও ঘর সাজাতে সুদৃশ্য মোমবাতি রাখতে পারেন৷ চেবিলে সুগন্ধি মোম জ্বালিয়ে রাখলে তােত হাতও গরম কে নেওয়া যাবে৷
advertisement
advertisement
advertisement