Winter: পুরনো লেপ-কম্বল হবে নতুনের মতো! শীতের পোশাকও থাকবে ঝকঝকে-ঝলমলে, ১০ মিনিটেই হবে কামাল

Last Updated:
Winter: ১ বছর পর বছরের একটা নির্দিষ্ট সময়ে শীতের লেপ কম্বল তথা শীতের পোশাক ব্যবহার হয় সেজন্য এগুলির পরিষ্কার করা থেকে যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা দরকার।
1/6
*রাজ্য জুড়ে শীতের আমেজ। এই মরশুমে লেপ কম্বলের পাশাপাশি শীতের পোশাক খুব বেশি ধোয়া যায় না সেজন্য এই সব সামগ্রীর জন্য একটু বাড়তি যত্ন নেওয়া দরকার।
*রাজ্য জুড়ে শীতের আমেজ। এই মরশুমে লেপ কম্বলের পাশাপাশি শীতের পোশাক খুব বেশি ধোয়া যায় না সেজন্য এই সব সামগ্রীর জন্য একটু বাড়তি যত্ন নেওয়া দরকার।
advertisement
2/6
*দীর্ঘ প্রায় ১ বছর পর বছরের একটা নির্দিষ্ট সময়ে শীতের লেপ কম্বল তথা শীতের পোশাক ব্যবহার হয় সেজন্য এগুলির পরিষ্কার করা থেকে যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা দরকার।
*দীর্ঘ প্রায় ১ বছর পর বছরের একটা নির্দিষ্ট সময়ে শীতের লেপ কম্বল তথা শীতের পোশাক ব্যবহার হয় সেজন্য এগুলির পরিষ্কার করা থেকে যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা দরকার।
advertisement
3/6
*রাতে অনেকেই লেপ ব্যবহার করেন। লেপ শিমুল তুলোর হলে ধোয়া তো দূরের কথা, ড্রাই ওয়াশও করা যায় না। এক্ষেত্রে লেপ রোদে দিন। এতে লেপের উপর থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে, তাহলে সেটি কেচে নিন।
*রাতে অনেকেই লেপ ব্যবহার করেন। লেপ শিমুল তুলোর হলে ধোয়া তো দূরের কথা, ড্রাই ওয়াশও করা যায় না। এক্ষেত্রে লেপ রোদে দিন। এতে লেপের উপর থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে, তাহলে সেটি কেচে নিন।
advertisement
4/6
*লেপ ধোয়া না গেলেও কম্বল ধোয়া যেতে পারে। কিন্তু খুব বেশি বাড়ি বারবার ধোয়া উচিত নয়। বরং যত কম ধোয়া যায় সেটিই ভাল। কম্বল কিন্তু ধোয়া যেতে পারে। সাবান জলে মিনিট দশেক ধুয়ে রোদে শুকিয়ে নিন। প্রয়োজনে লন্ড্রিতে দিয়ে দিতে পারেন।
*লেপ ধোয়া না গেলেও কম্বল ধোয়া যেতে পারে। কিন্তু খুব বেশি বাড়ি বারবার ধোয়া উচিত নয়। বরং যত কম ধোয়া যায় সেটিই ভাল। কম্বল কিন্তু ধোয়া যেতে পারে। সাবান জলে মিনিট দশেক ধুয়ে রোদে শুকিয়ে নিন। প্রয়োজনে লন্ড্রিতে দিয়ে দিতে পারেন।
advertisement
5/6
*শীতের সময় বছরের একটি ঋতুতে দেখা মেলে সোয়েটারের। পশমের কিংবা উলের সোয়েটার গরম জলে না ধুয়ে ঠান্ডা পাতিলেবুর রস ও ভিনিগার মেশানো জলে ধুয়ে নিতে পারেন, এতে রং ঠিক থাকবে।
*শীতের সময় বছরের একটি ঋতুতে দেখা মেলে সোয়েটারের। পশমের কিংবা উলের সোয়েটার গরম জলে না ধুয়ে ঠান্ডা পাতিলেবুর রস ও ভিনিগার মেশানো জলে ধুয়ে নিতে পারেন, এতে রং ঠিক থাকবে।
advertisement
6/6
*বর্তমানে লেদারের জ্যাকেটের কদর অনেক বেশি। এই জ্যাকেটের জন্য একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। খুব বেশি প্রয়োজন না হলে ধোয়া এড়িয়ে চলুন। জলে কাপড় ভিজিয়ে তা দিয়ে মুছে নিতে পারেন। প্রয়োজনে বাড়িতে পরিষ্কার না করে লন্ড্রিতে দিন। এগুলি কখনই রোদে দেওয়া উচিত নয়।
*বর্তমানে লেদারের জ্যাকেটের কদর অনেক বেশি। এই জ্যাকেটের জন্য একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। খুব বেশি প্রয়োজন না হলে ধোয়া এড়িয়ে চলুন। জলে কাপড় ভিজিয়ে তা দিয়ে মুছে নিতে পারেন। প্রয়োজনে বাড়িতে পরিষ্কার না করে লন্ড্রিতে দিন। এগুলি কখনই রোদে দেওয়া উচিত নয়।
advertisement
advertisement
advertisement