Healthy Lifestyle: চিউয়িং গাম চিবিয়ে তারপর গিলে ফেলা অভ্যাস? অজান্তে হতে পারে সর্বনাশ

Last Updated:
চিউয়িং গাম চিবিয়ে তারপর গিলে ফেলা অভ্যাস? অজান্তে হতে পারে সর্বনাশ৷
1/5
এমনই এক ঘটনার সাক্ষী থেকেছেন এক শিশুর মা-বাবা, শিশুটির চিউয়িং গান খাওয়ার অভ্যাস৷ বলা হয়েছে, শিশুটি একসঙ্গে একটি গোটা চিউয়িং গামের প্যাকেট শেষ করেছিল, সেখানে ছিল ৪০টি গাম৷
এমনই এক ঘটনার সাক্ষী থেকেছেন এক শিশুর মা-বাবা, শিশুটির চিউয়িং গান খাওয়ার অভ্যাস৷ বলা হয়েছে, শিশুটি একসঙ্গে একটি গোটা চিউয়িং গামের প্যাকেট শেষ করেছিল, সেখানে ছিল ৪০টি গাম৷
advertisement
2/5
 এই ঘটনার কিছুক্ষণ পরেই ওই শিশুর পেটে ব্যাথা হতে শুরু করে, অস্বস্তি শুরু হয়৷ তার পর হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে, সেখানে ওই শিশুর শরীরের সিটি স্ক্যান করা হয়৷
এই ঘটনার কিছুক্ষণ পরেই ওই শিশুর পেটে ব্যাথা হতে শুরু করে, অস্বস্তি শুরু হয়৷ তার পর হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে, সেখানে ওই শিশুর শরীরের সিটি স্ক্যান করা হয়৷
advertisement
3/5
সেখানে পেটের মধ্যে একটি কুণ্ডলি পাকানো জিনিসের ছবি ধরা পড়ে৷ চিকিৎসকরা জানান সর্বনেশে কথা৷ তাঁরা বলেন, শিশুটির ২৫ শতাংশ পেটের ২৫ শতাংশ ও gastrointestinal tract-এর রাস্তা বন্ধ হয়েছে
সেখানে পেটের মধ্যে একটি কুণ্ডলি পাকানো জিনিসের ছবি ধরা পড়ে৷ চিকিৎসকরা জানান সর্বনেশে কথা৷ তাঁরা বলেন, শিশুটির ২৫ শতাংশ পেটের ২৫ শতাংশ ও gastrointestinal tract-এর রাস্তা বন্ধ হয়েছে
advertisement
4/5
চিকিৎসকরা বলছেন, এমনটাই হয়৷ চিউয়িং গাম গিলে ফেললে তা হজম হয় না, থেকে যায়৷
চিকিৎসকরা বলছেন, এমনটাই হয়৷ চিউয়িং গাম গিলে ফেললে তা হজম হয় না, থেকে যায়৷
advertisement
5/5
সেটি মারাত্মক প্রভাব ফেলতে পারে শরীরে৷ তাতে জীবন বিপন্ন হতে পারে কোনও মানুষের৷ সেই কারণে এটি গিলে না ফেলে ফেলে দেওয়াই ভাল৷
সেটি মারাত্মক প্রভাব ফেলতে পারে শরীরে৷ তাতে জীবন বিপন্ন হতে পারে কোনও মানুষের৷ সেই কারণে এটি গিলে না ফেলে ফেলে দেওয়াই ভাল৷
advertisement
advertisement
advertisement