Knowledge Story: শরীরে তিল হঠাৎ সৃষ্টি হয় কেন, তিলের ইংরাজি কী? শুনলে আপনার মাথা ঘুরে যাবে

Last Updated:
Knowledge Story: প্রথমে জেনে নেওয়া যাক, কেন শরীরে তিলের দেখা পাওয়া যায়৷
1/5
 অনেকেরই শরীরে বিভিন্ন স্থানে তিল থাকে৷ জ্যোতিষ মতে সেই তিলের নানারকম মানেও আছে৷ কিন্তু একজনের শরীরে তিল কেন হয়৷ কত বয়স পর্যন্ত শরীরে তিল হতে পারে, তিলকে ইংরাজিতে কী বলে, এমনই অনেক অজানা কথা রয়েছে তিল সম্পর্কে৷
অনেকেরই শরীরে বিভিন্ন স্থানে তিল থাকে৷ জ্যোতিষ মতে সেই তিলের নানারকম মানেও আছে৷ কিন্তু একজনের শরীরে তিল কেন হয়৷ কত বয়স পর্যন্ত শরীরে তিল হতে পারে, তিলকে ইংরাজিতে কী বলে, এমনই অনেক অজানা কথা রয়েছে তিল সম্পর্কে৷
advertisement
2/5
 প্রথমে জেনে নেওয়া যাক, কেন শরীরে তিলের দেখা পাওয়া যায়৷ বিশেষজ্ঞরা বলছেন, গায়ের রং নির্ভর করে ত্বকের বিশেষ কোষ মেলানোসাইটের পরিমাণের উপর৷ আর সেই মেলানোসাইট ক্লাস্টার হিসেবে তৈরি হয় বা জমে যায়, সেই স্থান তিলে পরিণত হয়৷
প্রথমে জেনে নেওয়া যাক, কেন শরীরে তিলের দেখা পাওয়া যায়৷ বিশেষজ্ঞরা বলছেন, গায়ের রং নির্ভর করে ত্বকের বিশেষ কোষ মেলানোসাইটের পরিমাণের উপর৷ আর সেই মেলানোসাইট ক্লাস্টার হিসেবে তৈরি হয় বা জমে যায়, সেই স্থান তিলে পরিণত হয়৷
advertisement
3/5
একজন মানুষের শরীরে সর্বোচ্চ কতগুলি তিল থাকতে পারে জানেন? বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, একজন মানুষের শরীরে ১০ থেকে ৪০টি তিল থাকতে পারে৷ সেটি স্বাভাবিক৷ তাঁদের আরও পর্যবেক্ষণ, যে স্থানগুলিতে সূর্যের আলো পড়ে, সেখানে তিল সৃষ্টির সম্ভাবনা বেশি৷
একজন মানুষের শরীরে সর্বোচ্চ কতগুলি তিল থাকতে পারে জানেন? বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, একজন মানুষের শরীরে ১০ থেকে ৪০টি তিল থাকতে পারে৷ সেটি স্বাভাবিক৷ তাঁদের আরও পর্যবেক্ষণ, যে স্থানগুলিতে সূর্যের আলো পড়ে, সেখানে তিল সৃষ্টির সম্ভাবনা বেশি৷
advertisement
4/5
তিন সাধারণত হয় জিনগত কারণে৷ এ ছাড়া দীর্ঘসময় সূর্যের আলোতে কাজ করলে বা রেডিয়েশনের মাধ্যমে কোনও চিকিৎসা করলেও তিলের সৃষ্টি হতে পারে৷ তবে শরীরের আলাদা করে এটি কোনও ক্ষতিসাধণ করে না৷
তিন সাধারণত হয় জিনগত কারণে৷ এ ছাড়া দীর্ঘসময় সূর্যের আলোতে কাজ করলে বা রেডিয়েশনের মাধ্যমে কোনও চিকিৎসা করলেও তিলের সৃষ্টি হতে পারে৷ তবে শরীরের আলাদা করে এটি কোনও ক্ষতিসাধণ করে না৷
advertisement
5/5
এ বার জেনে নেওয়া যাক তিলের ইংরাজি কী৷ তিলকে ইংরাজিতে বলা হয়, মোল (Mole)৷ যদি মনে হয়, আপনি চান না আপনার শরীরে তিলের সংখ্যা বাড়ুক, তা হলে রোদ, রেডিয়েশন এড়িয়ে চলতে হবে৷ আর অবশ্যই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
এ বার জেনে নেওয়া যাক তিলের ইংরাজি কী৷ তিলকে ইংরাজিতে বলা হয়, মোল (Mole)৷ যদি মনে হয়, আপনি চান না আপনার শরীরে তিলের সংখ্যা বাড়ুক, তা হলে রোদ, রেডিয়েশন এড়িয়ে চলতে হবে৷ আর অবশ্যই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
advertisement
advertisement
advertisement